What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বানান ভুলের পরিণাম (1 Viewer)

perfect man

Former Developer
Former Staff
Joined
Mar 6, 2018
Threads
158
Messages
825
Credits
19,228
বানান ভুলের পরিণামঃ😐

নাঈম তুমি আমাকে অনেক ইগনোর করো! আর না, অনেক হয়েছে৷

- ইগনোর করলাম কই?

- কেন কাল তোমাকে কল দিলাম তুমি কেটে দিয়ে "game" লিখে টেক্সট করলা৷

- আমি জ্যামে আটকে ছিলাম। এজন্যই তো টেক্সট করছি৷

-তুমি জ্যামে বানান লিখছ "game"??? আল্লাহ। বয়স তো অনেক হলো নাঈম, টাকলামো ছাড়ো এবার প্লিজ। আমার নামটাও লিখতে পারো না ঠিকভাবে। কতোবার বলছি " তিতলি" বানানটা "titly" আর তুমি লিখো title(টাইটেল)।

রাগারাগি করে তিতলি ফোনটা রেখে দেয়। আমি মন খারাপ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর তিতলিকে টেক্সট করলাম

- guar smell onak misti.

তিতলি সাথে সাথেই আমাকে কল দিয়ে বলে

- মাথাটা কি গেছে পুরা? কি লিখছো এইটা?

- শেয়ার করতেও পারবো না?

- ছি ছি...

-তোমার বাসায় জুঁই ফুল নাই তো তাই জানো না " জুঁইয়ের স্মেল অনেক মিষ্টি।"

- আল্লাহরে জুঁইয়ের বানান কি guar? এনাফ ইজ এনাফ নাইম..

তিতলি আবারও ফোনটা রেখে দেয়। আমিও দুইদিন কল দেই নি৷ আর থাকতে না পারে ওকে টেক্সট করি

- kamon aco. Akto kol deta pare?

(কেমন আছো? একটু কল দিতে পারি?)

তিতলি কল দিয়ে বলা শুরু করলো

- দেখো নাঈম। এই সম্পর্ক আমি আর রাখতে পারছি না। সেদিনও তুমি "বেলী" লিখতে গিয়ে "bale" লিখছো, ছেলে লিখতে গিয়ে "sala" লিখছো৷ আর কত? তুমি যেদিন টাকলামো ছাড়বে সেদিন আমি ফিরে আসবো। আশা করি আমার চাওয়া তুমি পূরণ করবে।

তিতলি আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন রেখে দিল৷ আমিও কিছুক্ষণ অঝোরে কাঁদলাম। তারপর আমিও উপলব্ধি করলাম আমার বানানের ব্যাপারে আরো যত্নশীল হওয়া উচিৎ। তিতলি তো খারাপ কিছু বলেনি। ওর চাওয়াকে মূল্য দেওয়া উচিৎ, ওর চাওয়াতেই তো আমার সুখ। চোখ দুটি মুছে নিয়ে আমি তিতলিকে টেক্সট করলাম...

- Tmr saoa ame poron krbo.Tmr saoa te amar sukh.🙂

( তোমার চাওয়া আমি পূরণ করবো। তোমার চাওয়া তে আমার সুখ।)"😴

#কপি
 

Users who are viewing this thread

Back
Top