What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

অদ্ভুত আফ্রিকা – পর্ব ২ (1 Viewer)

Bergamo

Forum God
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
9,649
Messages
117,051
Credits
1,241,096
Glasses sunglasses
Berry Tart
Statue Of Liberty
Profile Music
Sandwich
EErUSDe.jpg


যদিও আমরা আফ্রিকাকে 'অন্ধকারের দেশ' বলে থাকি, কিন্তু এই আফ্রিকাতেই শুরু হয়েছিলো সভ্যতার সূচনা। এই পর্বটা এরকমই কিছু অদ্ভুত তথ্য নিয়ে লেখা, যেগুলো হয়ত অনেকেরই অজানা ! চলুন দেখে নেওয়া যাক আফ্রিকা সম্পর্কে সে সমস্ত অজানা বিষয়গুলো, যা হয়ত আপনি কখনো কল্পনাও করতে পারেননি…

  • ৯৮২ সালে মালিতে অবস্থিত 'টিম্বাকতু বিশ্ববিদ্যালয়' পৃথিবীর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়, যেটা এখনো টিকে আছে সগৌরবে।
  • পৃথিবীতে টিকে থাকা সবচেয়ে পুরনো বর্ণমালা হচ্ছে ইথিওপিক বর্ণমালা। সম্ভবত ৩৪৫ বর্ণের সবচেয়ে দীর্ঘ বর্ণমালাও এটি।
  • জনবসতিপূর্ণ সোয়াজিল্যান্ড পৃথিবীর প্রথম খনি শ্রমিকের আবাসস্থল। ১৯৬০ সালে নিউগিনি পর্বতে হেমাটাইট খনি আবিষ্কারের সময় তিন লাখ হস্তনির্মিত ও পাথরের তৈরি খনির সরঞ্জাম পাওয়া যায়। ধারণা করা হয়, এগুলো ৪৩ হাজার বছরের পুরনো।
  • গ্রেকা ম্যাচেল এখন পর্যন্ত পৃথিবীর একমাত্র নারী, যিনি দুটি ভিন্ন দেশের ফার্স্ট লেডি হয়েছেন। মোজাম্বিকের পরে তিনি দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডি হন।
  • সুদানে কমপক্ষে ২০০ পিরামিড আছে। মিশরে এর থেকেও দ্বিগুণ আছে।
  • পৃথিবীতে এপর্যন্ত যত সোনার খনি আবিষ্কৃত হয়েছে তার অর্ধেকই দক্ষিণ আফ্রিকায় অবস্থিত।
  • দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত। মোট জনসংখ্যার ৯% অর্থাৎ ৫.৬ মিলিয়ন মানুষ এইডসে আক্রান্ত।
  • আফ্রিকায় প্রতিবছর সিংহ অপেক্ষা কুমিরের আক্রমণে বেশি মানুষ মারা যায়।
  • দেশটিতে কমপক্ষে ১,৫০০ ভাষার প্রচলন রয়েছে।
  • আফ্রিকায় বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি সাহারা অবস্থিত।
  • পৃথিবীর সবচেয়ে বড় নীল নদ। এটি আফ্রিকার উগান্ডা, ইথিওপিয়া, সুদান ও মিশরের ওপর দিয়ে বয়ে গেছে।
  • পর্যটকদের জন্য আফ্রিকার মিসর সবচেয়ে পছন্দের স্থান। প্রতিবছর এখানে ১০ মিলিয়নেরও বেশি পর্যটক আসেন।
  • আফ্রিকা জনসংখ্যা ও আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয়।
  • আফ্রিকায় খুব কমসংখ্যক লোক ইন্টারনেট ব্যবহার করে।
  • সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫৫ মিটার নিচু এবং আফ্রিকার নিম্নতম স্থান লেক আচ্ছাল ই জিবুতি।
  • আফ্রিকায় প্রায় পাঁচ মিলিয়ন বছর আগ থেকে মানব প্রজাতির বসতি।
  • আফ্রিকার সবচেয়ে বেশি জনবহুল দেশ নাইজেরিয়া। মহাদেশটির সর্বমোট জনসংখ্যা ১২৫ থেকে ১৪৫ মিলিয়ন।
  • ভিক্টোরিয়া জলপ্রোপাতের পানি আছড়ে পড়ার শব্দ জলপ্রোপাত হতে বিশ কিলোমিটার দূর হতে শোনা যায়।
S3ox6Xl.jpg


Discovery of Oldest Human Fossil in Africa

পৃথিবীতে সর্বপ্রথম মানবজাতির বসবাস ছিলো আফ্রিকাতেই। অর্থাৎ সেখানেই উৎপত্তি হয়েছিলো আমাদর মানব সভ্যতার, যা আজ পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর একারণেই আফ্রিকাকে বলা হয়, The Origin of Mankind !

আরো পড়ুনঃ অদ্ভুত আফ্রিকা – পর্ব ১
 

Users who are viewing this thread

Back
Top