একটা ছেলে (অনিক) তার বাড়ির ছাদে পাড়ার এক বড় ভাইয়ের (পার্থ) সাথে ক্রিকেট খেলছে। ব্যাটিং করার পর এখন তার বোলিং করার পালা। খুব সহজে আউট যেন না হয় এজন্য পার্থ সতর্কতার সাথে ব্যাটিং করছে। এমন এক পর্যায়ে ছেলেটার মা ছাদে কাপড় নেড়ে দেয়ার জন্য আসলো। কাপড় কাাঁচার সময় শরীরে পানি লাগা স্বাভাবিক। পেচানো শাড়িটা যেন লেপ্টে রয়েছে শরীরের সাথে। খোলা পিঠ, বুকের উপরের কিছু অংশ আর ভেজা পেট স্পষ্ট বোঝা যাচ্ছে। ছাদেই চোখা চোখি হয় তার পার্থের সাথেই। বলে ওঠে এবাল বল হারিয়ে গেলে আর কিনে দেব না। হটাৎই পার্থ বেশ দুরের এক ঝোপের ভিতর বলটি পাঠিয়ে দেয়। অনিক খুব খুশি কারন এখন পার্থ আউট। অল্প সময়ে আবার ব্যাটিং করা যাবে। এখন তার বল আনার পালা। আউট আউট বলে সোজা সিড়ি বেয়ে নিচে নেমে আসে। চলে যায় ঝোপের কাছে। খুজতে থাকে বলটি। কোথায় যে হারালো মনে মনে ভাবে অনিক। মা যদি আর বল না কিনে দেয়। নাহ বলটা পেতেই হবে। খুজেই তবে বাড়ী ফিরবে।