What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

রাঙামাটি কলাবাগান ঝরনা চোখ কেড়েছে সবার (1 Viewer)

Black_Rainbow

Member
Joined
Aug 20, 2019
Threads
32
Messages
126
Credits
3,206
রাঙামাটি কলাবাগান ঝরনা। এটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পাহাড়ি ছড়া। এ পাহাড়ি ছড়ার একমাত্র উৎপত্তিস্থল ঘাগড়া ঝরনাটি।

যা সবার কাছে আপাতত 'কলাবাগান' ঝরনা নামে পরিচিত। এখানে শুধু দেশি-বিদেশি পর্যটক নয়, রাঙামাটি-খাগড়াছড়ি ও বান্দরবানসহ আশপাশের জেলার স্থানীয়দের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। কলাবাগান ঝরনা স্থল এখন যেন আনন্দ উৎসবের ফোয়ারা।

ব্যাপক জনপ্রিয়তা থাকলেও এ ঝরনাকে ঘিরে এখনো গড়ে উঠেনি কোনো পর্যটন কেন্দ্র। পর্যটকরা বলছেন, এ ঝরনাটি রক্ষণাবেক্ষণ করা গেলে, এটিকে ঘিরে গড়ে উঠতে পারে রাঙামাটির সম্ভাবনাময় অন্যতম পর্যটন কেন্দ্র। জানা গেছে, রাঙামাটি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হলেও গাড়ি থেকে নেমে ছড়ার পথে হাঁটতে হয় আরও চার কিলোমিটার। কিছুটা সামনে এগুলেই দেখা মিলে ঝরনার স্বচ্ছ জল। অসংখ্য ছোট-বড় পথরের গা ঘেঁষে সাঁই সাঁই কওে ধেয়ে চলেছে স্রোতধারা। এ ঝরনার শীতলতায় প্রাণচঞ্চল হয়ে ওঠে পর্যটকরা। দূর হয়ে যায় সব ক্লান্তি। দুই পাহাড়ের পথ ধরে হাঁটলে দেখা মিলবে এলোমেলো সারিতে সাজানো উঁচু-নিচু ছোট বড় অসংখ্য পাহাড়। আর এ পাহাড়ের বুক চিরে প্রবহমান জলধারা। ঝরনা-পাহাড়ের সখ্যতায় হৃদয় নিংড়ানো সৌন্দর্য মিলবে এখানে। এ ঝরনার কলকল নিক্কনধ্বনির উচ্ছ্বাস ছড়িয়েছে চারপাশে। যেন সবুজ অরণ্যের প্রাণের পরশ এঁকেছে কেউ। ঝরনার পানিতে গা ভিজিয়ে আনন্দে হারিয়ে যাচ্ছে ভ্রমণ পিপাসু নারী-পুরুষ। পর্যটক সৈকত আহমেদ ও আরিয়ান মাহামুদ ইম্মি জানালেন, কলাবাগান ঝরনাটির চারদিক ঘিরে রেখেছে সবুজ পাহাড়। তাকালেই দুচোখ জুড়ে দৃষ্টি কাড়ে। জুড়িয়ে যায় হৃদয়-মন। তবে পাহাড়ি ছড়া দিয়ে ঝরনাস্থলে পৌঁছাতে সতর্কতা অবলম্বন করতে হবে। পানির স্রোতে পা পিছলে পড়ারও সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অন্য কোনো সমস্যা নেই এখানে। তবে এ ঝরনা স্পটের আশপাশে নিরাপত্তা নিশ্চিত করা গেলে, পর্যটকদের উপস্থিতি আরও বাড়বে। এ ব্যাপারে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স ও মোটেলের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেছেন, এ অঞ্চলের একমাত্র আকর্ষণ হ্রদ-পাহাড় আর ঝরনা বৈচিত্রতা। যার টানে এখানে প্রায় প্রতিদিন আসছে দূর-দূরান্তের হাজারো পর্যটক। কিন্তু পর্যটকদের জন্য তেমন সুযোগ-সুবিধা এখানে গড়ে ওঠেনি। যার কারণে এ জেলা থেকে পর্যটকদের আকর্ষণ কমে যাচ্ছে। রাঙামাটিতে পর্যটকদের আকর্ষণ বাড়াতে এখানে ব্যাপক পরিকল্পনা প্রয়োজন। পর্যটন কেন্দ্রগুলো ঢেলে সাজানো গেলে, এ জেলা প্রতিনিয়ত মুখরিত থাকবে দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনায়।
 

Users who are viewing this thread

Back
Top