What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

১৩ কেনো অশুভ? (2 Viewers)

ছোটভাই

Super Moderator
Staff member
Super Mod
Joined
Mar 4, 2018
Threads
776
Messages
51,119
Credits
371,002
Thermometer
Tomato
Luggage
Luggage
Tomato
Tomato
প্রাচীন আমল থেকে ১৩ কে অশুভ সংখ্যা বলা হয় । অনেক ধর্ম এবং মতানুবাদ অনুযায়ী ১৩ সংখ্যাটিকে অশুভ বলার কিছু নির্দিষ্ট কিছু কারন আছে । সেই সকল নির্দিষ্ট কারণগুলোর মধ্যে সবচে গ্রহণীয় কারণগুলো উল্লেখ্য করা হলঃ
শেষ খাবার (The last supper) : এইটা উল্লেখ্য যে যীশু খৃষ্ট কে শেষ খাবারের সময় যে শেষ এবং ১৩ তম ব্যক্তি উপস্থিত ছিলেন যার নাম জুডাস -এবং পরবর্তিতে তিনি যিশু'র সাথে বেইমানি করেন ।
  • দেবতার অনাকাঙ্খিত উপস্থিতিঃ কথিত আছে সবচে মূল্যবান একটি ভোজসভায় আমন্ত্রিত না হওয়ার পরেও দেবতা লকি ১৩ তম দেবতা সেখানে উপস্থিত হন এবং যার ফল স্বরূপ অনেক দেবতাগনের মৃত্যু হয় এছাড়াও পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে।
  • ফাঁসির দড়িঃ প্রথা অনুযায়ী প্রচলিত আছে যে ফাঁসির কাঠে , ফাঁসির দড়িকে ১৩ বার পেঁচাতে হয়। আসলে ৮বার পেঁচান হয়।
  • এপোলো ১৩ঃ একমাত্র এপোলো ১৩ চন্দ্রযানটি ব্যর্থ হবার কারন হিসাবে ১৩ সংখ্যাকে দায়ী করা হয় । আসলে অক্সিজেন ট্যাঙ্কটি বিস্ফোরণের কারনে অভিযানটি ব্যর্থ হয়। কিন্তু পরবর্তীতে সবাই নিরাপদে ফিরে আসেন।
  • অক্টোবর ১৩, ১৩০৭ সালঃ এসময় একটি ভয়াবহ ঘটনা ঘটে নাইট টেম্পলার কে মেরে ফেলা হয় এবং লন্ডন শহরে গনহারে গ্রেফতার করা হয়।
  • বয়স ১৩ঃ বয়স ১৩তে বেশিরভাগ বাচ্চাদের বয়ঃসন্ধি হয় এই সময়টাকে একটা দুর্যোগপূর্ণ সময় মনে করা হয় এছাড়াও পশ্চিমা দেশে বয়স ১৩ তে ডাইনি সভায় যোগদানের আদর্শ সময় মনে করা হয় ।
  • ১৩ অক্ষরের নামঃ ধারনা করা হয় কারো নামে যদি ১৩ অক্ষর থাকে তাইলে সে শয়তানের দোসর কারন হিসাবে সিরিয়াল কিলারদের নাম উল্লেখ্য করা হয় । যেমনঃ Charles Manson , Jack The Ripper, Jeffrey Dahmer ইত্যাদি।
  • সংখ্যাতত্ত্বঃ সংখ্যাতত্ত্ব অনুযায়ী ১৩ কে লোভ এবং মন্দ ভাগ্য বলা হয় কারন ১২ কে সঠিক এবং উচ্চ এর সাথে তুলনা করা হয় আর ১৪কে সৌভাগ্যের সংখ্যা ৭ এর দ্বিগুণ এইজন্য অত্যন্ত ভাল মনে করা হয়।
  • সিক্রেট টিমঃ এইটা পৃথিবীর সবচে রহস্যজনক একটি গোপন গ্রুপ। যাদের সম্পর্কে একদম কোন কিছুই তেমন জানা যায় না। কিন্তু বলা হয়ে থাকে এই গ্রুপটি আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেক কিছুকে নিয়ন্ত্রন করে। এই গ্রুপটি একটি নির্দিষ্ট মাসের ১৩ তারিখে ১৩জন্য সদস্য নিয়ে একটি খাবার টেবিলে বসেন এবং একটি নির্দিষ্ট সময়ের ১৩মিনিটে একটি প্রস্তাব উপস্থাপনা করেন যা নিয়ে সব্বাই মতামত প্রকাশ করে। এবং এই ১৩ জনের একজন কে বছরের শেষে মেরে ফেলা হয়।
 

Users who are viewing this thread

Back
Top