What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

রমনা ৬ (1 Viewer)

naughtyboycanada

Pro Member
Joined
Dec 9, 2018
Threads
10
Messages
2,885
Credits
23,119
আগের পর্ব "রমনা ১" পড়তে এখানে ক্লিক করুন
আগের পর্ব "রমনা 2" পড়তে এখানে ক্লিক করুন
আগের পর্ব "রমনা ৩" পড়তে এখানে ক্লিক করুন
আগের পর্ব "রমনা ৪" পড়তে এখানে ক্লিক করুন
আগের পর্ব "রমনা ৫" পড়তে এখানে ক্লিক করুন

এর মধ্যে রমনা ডিভোর্স পেপারে সই করে দিয়েছে. মিউচুয়াল হবে. সুবোধ বাচ্চার কাস্টডি পাবার জন্যে লড়বে না. এই বিষাদ ভরা সময়ে শ্যামলী যখন সই করার জন্যে রমনার কাছে নিয়ে এলো, তখন খুব ভাবার কিছু ছিল না. সময় নিয়েও যে নতুন কিছু ভেবে উঠতে পারবে না সেটা বুঝে তখনি সই করে দিয়েছিল. যে কাজের জন্যে ওর ডিভোর্স হবে সেই জন্যে ওর সুবোধের কাছে খোরপোষ পেতে সম্মানে লাগছিল. যদিও সম্মান এখন খুব বেশি আর বেঁচে নেই. লোকের বাড়িতে কাজ করলে যা হয় আর কি. ডিভোর্সের জন্যে সুবোধ বা ওর পরিবারকে একটুও দায়ী করতে পারে না. যা করেছে নিজে করেছে. এর পরিনতি যদি এই হয় তো নিজেকে সেটার উপযুক্ত করে তুলতে হবে. অর্থাৎ নিজের কাজের ফল নিজেকে ভোগ করতে হবে. নিজের মনের সাথে নিজেকে বাঁচাবার বা নির্দোষ ভাবার কোনো চেষ্টা করেনি. আর করতে পারতও না. খোকাইকে ঠিক করে মানুষ করাটা বড় চ্যালেঞ্জ.

নিজের শিক্ষাগত যোগ্যতা বেশি নেই. তাই এমন কোনো চাকরি এই বাজারে ও পেতে পারে না যেটার দৌলতে মা বেটার চলে যাবে. হয়ত কথাও রাঁধুনি বা বেবি-সিটার এই সব কাজ করলে মাইনে নিশ্চিত ভাবেই বেশি পেত মানে হাতে নগদ বেশি পেত. কিন্তু তাতে ওদের দুজনের চলত না. কোন অপরিচিত জায়গায় কাজ করবে, সেখানে মেয়েদের নিরাপত্তা কেমন হবে….. এই সব ভেবেই আর এগোয় নি. এখানে অন্তত নিজের শরীর কোনো লোভী পুরুষের হাত থেকে বাঁচাতে পারবে. আর ওই গাড্ডায় পড়তে হবে না.
অন্য একদিন সেদিন রমনা বাড়িতেই ছিল. তুয়া আর খোকাই ছিল না. বিকেলে একটা লোক এলো. দেখে মনে হয় রমনার মত বয়সী. বেশ উচু লম্বা. পোশাক খুব একটা পদের না. মানে সাধারণ পোশাক. দেখে বোঝা যায় হাই ফি কেউ না. কিন্তু রমনা আগে দেখেনি. রমনা দরজা খুলে জিজ্ঞাসা করলো, "কাকে চাই?"
লোকটা কোনো উত্তর না দিয়ে চলে গেল ভিতরে. রমনা অবাক হয়ে গেল. আবার বলল, "কি হলো? এভাবে চলে যাচ্ছ যে!! কাকে চাই?" রমনার কথা শেষ হতেই শ্যামলী বেরিয়ে এলো. এক গাল হেসে বলল, "এস নাজিবুল. রমনা, এ হচ্ছে নাজিবুল. একে কখনো ঘরে আসতে বাধা দেবে না."
নাজিবুলও এক গাল হেসে উত্তর দিল, "অঃ তাহলে এই তোমার রমনা!! তা বেশ." বলে ওরা ঘরে ঢুকে গেল. দরজা বন্ধ হয়ে গেল. রমনা নাজিবুলকে চিনলো. শ্যামলীর নাগর. আর এও বুঝলো রমনাকে বেশ ভালই চেনে. অন্তত ওরা রমনাকে নিয়ে আলোচনা করে.
বেশখানিক পরে রমনাকে ডাকলো শ্যামলী. বেডরুমে ঢুকে দেখল. নাজিবুল পোশাক পরে আছে, কিন্তু শ্যামলী উলঙ্গ. কি নির্লজ্জ রে বাবা!! রমনা ভাবলো. ওরা যে চোদাচুদি করে সেটা বোঝাবার জন্যেই হয়ত এভাবে ছিল. রমনা ঢুকতেই একটা চাদর দিয়ে নিয়ে শরীরটা ঢেকে নিল শ্যামলী. ওকে বলল, "নাজিবুল চলে যাচ্ছে, দরজাটা একটু বন্ধ করে দিও তো."
নাজিবুল ঘর থেকে বেরিয়ে গেলে রমনা বাইরের ঘরের দরজা বন্ধ করবে বলে দাঁড়ালো. নাজিবুল ফিরে ওর মুখের দিকে দেখল.তারপরে হঠাৎ বলল, "অতনু ভালই আছে. খুব তাড়াতাড়ি সে আসবে." বলেই চলে গেল.

আজ রমনার অফিসিয়াল ডিভোর্স হয়ে গেল. শ্যামলী ওর জন্যে উকিল ঠিক করে দিয়েছিল. কিন্তু কোনো রকম বিবাদ ছাড়াই ব্যাপারটার সম্ভাব্য পরিনতি পেল. শত হলেও রমনার মনে একটু দুঃখ হলো. এত দিনের সম্বন্ধ একেবারে শেষ হয়ে গেল. আবার নতুন করে জীবন সংগ্রামের জন্যে তৈরী হতে হবে. ডিভোর্স মিটে যাবার পর আবার ওর গতানুগতিক জীবন শুরু হলো. বেশ কিছু দিন পর পরন্ত বিকেলে শ্যামলী তুয়া আর খোকাইকে নিয়ে বাইরে গেল. বোধ হয় কিছু কিনে টিনে দেবে!!! রমনার খোকাইকে দেবার মত কিছু নেই. যা দেবার সব শ্যামলিই দেয়. রমনা ঝিয়ের জীবন পেলেও খোকাই বেশ ভালই আছে. শ্যামলী ওকে বেশ যত্ন করে…. অন্তত ওর পিসি হয়ে যা করত এখনো তাই করে যায়. রমনাকে এই ব্যাপারটা খুব তৃপ্তি দেয়. খোকাই ভালোভাবেই মানুষ হচ্ছে. আগের স্কুল, আগের মত পোশাক, আগের মত বেড়াতে বেরোনো. শুধু ওর মায়ের পরিবর্তন, ওর ঠাম্মা আর বাবার অনুপস্থিতি. রমনারও খাবার কিছু খারাপ নয়. শ্যামলীরা যা খায় ও তাই খেতে পায়. শ্যামলী কখনো কম রান্না করতে বলে না. ওকে আগের দিনের খাবার খেতেও দেয় না. নাজিবুল সেই যে অতনুর খবর দিয়েছিল, তারপরে আর কোনো খবর পাওয়া যায় নি. না নাজিবুলকে জিজ্ঞাসা করবার সুযোগ পেয়েছে না শ্যামলীকে জিজ্ঞাসা করবার সাহস হয়েছে. তাই নাজিবুলের কথার ওপর ও ভরসা করেছে. ওর অপেক্ষায় আছে. কথা দিয়ে না রাখার মত ছেলে নয় অতনু. আর অপেক্ষা করা ছাড়া ওর কিছু করার উপায়ও ছিল না. কিন্তু সত্যি সত্যি একদিন যে অতনু ওকে নিতে আসবে সেটা ভাবতে পারে নি. যে দিন শ্যামলী বাচ্ছাদের নিয়ে বাইরে গেল সেদিন অতনু এলো শ্যামলীর বাড়িতে. বাড়িতে আর কেউ ছিল না. দরজার ঘন্টা শুনে রমনা দরজা খুলে দেখল যে অতনু দাঁড়িয়ে আছে দরজার বাইরে. রমনা স্থানু হয়ে গেল. বাইরে থেকে না স্পস্ট করে দেখা গেলেও ওর ভিতরে ঝড় বইছিল. আনন্দের ঝড়. অবশেষে অতনু এলো. আজ যে কি আনন্দ রমনা সেটা কাউকে বোঝাতে পারবে না. অতনু একদম ফিটফাট হয়ে এসেছে. ওকে দেখে রমনা জানতেও পারল না কখন ওর চোখ জোড়া জলে ভরে গেছে. দুজন নিস্পলকভাবে দুইজন পরস্পরের দিকে চেয়ে রইলো.
প্রথম অতনু কথা বলল. অতনু আবেগের সাথে বলল, "বাড়িতে ঢুকতে দেবে না?"
রমনা খেয়াল করলো তখন থেকে অতনু বাইরে আর ও দরজা ধরে দাঁড়িয়ে ছিল. দরজা থেকে একটু সরে দাঁড়িয়ে বলল, "এস, ঘরে এস."
অতনু বলল, "তোমার ঘরে চল."রমনা দরজা বন্ধ করে আর নিজেকে সামলাতে পারল না. অতনুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল. অতনু ওকে সামলাবার চেষ্টা করলো. মাথায় হাত বুলিয়ে দিল সান্ত্বনা দিল. কিছু সময় পর চুপ করে গেল. তারপরে রমনা জিজ্ঞাসা করলো, "এতদিন কোথায় ছিলে?"
অতনু বলল, "বসতে দাও আগে. সব বলব."
রমনা আবার বলল, "এদিকে কত কিছু হয়ে গেছে…. আর তুমি আমাকে ফেলে দিয়ে চলে গেলে…."
অতনু বলল, "আমি সব জানি. চল তোমার ঘরে."
হাত ধরাধরি করে ওরা রমনা ঘরে এলো. অতনু একটা চুমু এঁকে দিল ওর ঠোঁটে. অনেকদিন পরে অতনুর চুমু পেয়ে রমনাও ওকে প্রতিচুম্বন করলো. তারপরে ওরা বিছানায় বসলো. অতনুকে রমনা জিজ্ঞাসা করলো, "এত দিন কোথায় ছিলে? তোমাকে পাগলের মত খুঁজেছি আর তোমার আশায় দিন গুনছি."
অতনু বলল, "আমার খিদে পেয়েছে. তুমি খেতে দাও কিছু."
রমনা লজ্জা পেয়ে গেল. গৃহস্ত বাড়িতে কেউ এলে তাকে অবশ্যই কিছু খেতে দিত ও. অন্তত আগের শ্বশুরবাড়িতে. আজ অনেক দিন পরে অতনুকে পেয়ে সব ভুলে গেছে. তারাত্রায় উঠে দাঁড়িয়ে বলল, "এখনি আনছি. জিজ্ঞাসা করতেই ভুল হয়ে গেছে." বলেই রান্নাঘর দিকে ছুট দিল. দুপুরের খাবার যা ছিল তাতে অতনুর হয়ে যাবে. ও চটপট খাবারগুলো গরম করে নিয়ে এলো. রমনার ঘরে বসেই খেয়ে নিল. আসবাবপত্র বিশেষ কিছু নেই. তাই মেঝেতে বসে খেল. রমনা দুচোখ ভরে ওকে দেখতে লাগলো. ওকে খাইয়ে মনে মনে আনন্দ পেল. আগে খুব বেশি ওরা খাবার একসাথে বসে খায় নি বা রমনাও ওকে খাবার অফার করেনি. এসেছে, প্রয়োজন মিটিয়েছে, চলে গেছে.
ওর খাওয়া হয়ে গেলে রমনা বাসন নিয়ে চলে গেল. ওগুলো একটু গুছিয়ে রেখে আবার ফিরে এলো. দেখল অতনু ওর বিছানায় বালিশে ঠেস দিয়ে আধ শোয়া হয়ে আছে. রমনা এলো. ওর কাছে বসলো. অতনু ওকে টেনে বিছানায় তুলে দিল. নিজে সরে গিয়ে ওকে বালিশে ঠেস দিতে দিল আর নিজে ওর কোলে মাথা রেখে শুলো.
রমনা আগ্রহ নিয়ে ওকে বলল, "বল, অতনু তোমার কথা বল. কোথায় ছিলে এতদিন, কি করছিলে… সব বল."
অতনু বলল, "সব বলব আমার, কোথায় ছিলাম, কি করছিলাম. তার থেকেও বড় কথা আমি কে? তুমি আমার কিছুই জানো না. একটা গল্প বলছি সেটা থেকে তোমার সব উত্তর পেয়ে যাবে."

বেশ কয়েক বছর আগের কথা. সন্তু শহর থাকে. ওদের প্রাচীর দিয়ে ঘেরা একটা বড় বাড়ি আছে. বড়লোকের ছেলে. অভাব কিছু নেই. মা,বাবা, ঠাকুরদা, ঠাকুমা আর ছোট্ট একটা ভাই তার পরিবারে.বাড়িতে ঠাকুর, চাকর. গাড়ি. সব সে পেয়েছে. আর পেয়ে তার মা, বাবার গাইডেন্স. আর ঠাকুরদা, ঠাকুমার অফুরন্ত ভালবাসা. তার অভাব বলে কিছু নেই. জীবন আনন্দময়. কিছু এত কিছু থাকা বা পাওয়া সত্ত্বেও সে বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে নয়. অতি ভদ্র ব্যবহার. পরিমিত কথাবার্তা কিন্তু চটপটে. মাটিতে পা রেখে চলে মানে পয়সা আছে বলে কোনোদিন ধরাকে সরা জ্ঞান করে নি. করুনাময় ঈশ্বর এত কিছু দেবার পরেও ওকে দিয়েছেন মেধা আর সুসাস্থ্য. সুঠাম এবং সুন্দর চেহারা তার. প্রয়োজনীয় খেলাধুলা আর কঠোর পরিশ্রম দিয়ে জীবনের অনেক কীর্তি সে স্থাপন করতে পেরেছে. জয়েন্টে ভালো র্যাঙ্ক করে নামী ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছে. হোস্টেলে থেকে পড়তে হয়. ছুটি পেলে বাড়ি চলে আসে. তো সেবার পরীক্ষা শেষ করে বাড়ি এলো. অনেক দিন ছুটি. সন্তুর মাসির বাড়ি গ্রামে. সন্তু বলল যে অনেক দিন মাসির বাড়ি যায় নি. তাই সে সেখানে বেড়াতে যেতে চায়. কয়েকদিন থেকে আবার চলে আসবে. মা, বাবা বা ঠাকুরদা ঠাকুমার আপত্তি কিছু ছিল না. আসলে সন্তুকে নিয়ে কোনো চিন্তা নেই. বাড়ির বড়দের বিশ্বাস সন্তু ভুল কিছু করে না. ও বিচক্ষণতা আর সততার ওপর বাড়ির সবার ভরসা আছে. তো গরমে সন্তু গেল ওর মাসির বাড়ি. মাসির বাড়ি মিকুনিগ্রামে. মাসির এক ছেলে, এক মেয়ে. ছেলের নাম সুজয়, ওর বয়সী. আর মেয়ে সুজাতা, ওর থেকে দুই বছরের ছোট. মেসো মাঠের কাজে তদারকি করেন. গ্রামে বাড়ি হলেও ওদের বেশ বর্ধিষ্ণু অবস্থা. অনেক সম্পত্তি. তাছাড়াও চাল কল, গম কল আছে. সুজয় সন্তুর বন্ধুর মত. কিন্তু সুজাতা একটা পাকা টাইপের মেয়ে. বেশ পাকা পাকা কথা বলে. কিন্তু বেশ ভালো. সন্তুর খোলামেলা লোক জন বেশি ভালো লাগে. গরমকালে মিকুনির গ্রামের নদীতে স্নান ওর খুব প্রিয়. আগেও যখন গরমের সময় এসেছে তখন নদীতে স্নান করেছে. সুজয়রা ওটাকে নদী বলে না. বলে গঙ্গা. আসলে ওটা ভাগীরথী. সেটা যে নদি ওদের কোথায় বোঝা যায় না. স্নান করতে যাবার আগে বলে, "চল সন্তু গঙ্গায় যাই, স্নান করি আসি." অথবা বলবে চল গঙ্গার পারে একটু হেঁটে আসি. মাসি হয়ত বলল, গঙ্গার পারের জমিতে তরমুজ হয়েছে আসার সময় নিয়ে আসিস. এমনকি গ্রামের কেউ কখনো বলেনা নদীতে যাব. সবাই গঙ্গায় যায়. সন্তুর বেশ ভালো লাগে গ্রামের পরিবেশ. বিশেষ করে লোকজন. সবাই সবাইকে চেনে. আর যেহেতু সন্তু সুজয়দের অতিথি, তাই ও যেন গোটা গ্রামেরই অতিথি. অনেকেই সুজয়কে জিজ্ঞাসা করে, "এটা তোর সেই ইঞ্জিনিয়ার ভাই না?" সুজয় হ্যা বলেতই সরাসরি সন্তুর সাথে কথা বলা শুরু করে দিত. কেমন আছ? পড়াশুনা কেমন চলছে? চাকরি পেয়ে গেছ কিনা এইসব. সুজয়রা ওদের গ্রামে ওদের বিষয় সম্পত্তির জন্যে বেশ সম্মান পায়. আর সন্তু পড়াশুনায়, ব্যবহারে ভালো হবার জন্যে বেশ খাতির পায়. গরমের সময় কোনো বাড়ি গেলে ওদের নির্ঘাত গাছ পাকা আম খেতেই হত. কেউ কেউ আবার আমের সাথে মুড়ি দিত. আর দিত দুধ. আম, দুধ মুড়ি. সন্তুর বেশ লাগত. বিকেলে গ্রামের অনেকেই স্কুলের মাঠে থাকত. মাঠটা বেশ বড়. একদিকে নদী বা গঙ্গা বয়ে গেছে আর অন্যদিকে পড়ন্ত বিকেলের সোনালী আলোয় ধোয়া মাঠ. যারা মাঠে কাজে যেত, তারা ফিরে এসে গঙ্গায় স্নান করে মাঠে বসত. বাচ্চারা তাদের খেলা নিয়ে ব্যস্ত. তাই নিয়ে চিল্লামিল্লি. পাশে হয়ত কিছু বয়স্ক মানুষ তাস খেলছেন. ছেলেরা ফুটবল খেলছে বা কিছু ছেলে মাঠের পাশে বসে আড্ডা মারছে. আর মেয়েরাও আস্ত সেই মাঠে. নিজের নিয়ে ব্যস্ত থাকত. নিজেদের কথা, হাসাহাসি এই সব চলত. শুধু বাড়ির গৃহিনীরা আসতে পারতেন না. হয়ত বা অল্প সময়ের জন্যে এসে কাউকে খুঁজে নিয়ে যেতেন বা একটু সময় কাটিয়ে যেতেন. সন্তুর এই বিকেল খুব ভালো লাগে. যেন সব দিনই মেলা বসে এই সময়ে. ও ফুটবল খেলত সুজয়দের সাথে. বেশ মজা করে দিন কেটে যেত. একদিন খেলে যখন ঘাম শরীরে বাড়ি ফিরছিল তখন দেখল যে সুজাতা একটা মেয়ের সাথে আসছে. খেলার মাঠের দিকে. তখন বিকেল শেষ. সন্ধ্যা হবার আগে. বিকেলের সোনা রোদে দেখল মেয়েটিকে. দেখেই ভালো লেগে গেল ওর. বেশ লম্বা, চিপচিপে চেহরা. মুখে লজ্জা জড়ানো হাসি. সুজয় সাথে ছিল. তাই কিছু বলার ছিল না. শুধু সুজাতার পিছনে পড়ল, "শুধু ধেই ধেই করে নাচলেই হবে? বাড়ি ফিরবি না?"
সুজাতা বলল, "ধেই ধেই করে নাচতে নাচতে ফিরব বাড়ি. তোমরা যাও."
ওদের পাত্তা না দিয়ে ওরা এগিয়ে গেল.

সেই শুরু. তারপর সন্তু ওই মেয়েটিকে অনেকবার দেখেছে. স্নান করতে গিয়ে গঙ্গার ঘটে. বিকেলে স্কুলের মাঠে. সুজাতা কখনো ওর সাথে থাকত, কখনো ও অন্য কারুর সাথে থাকত. সন্তু জেনেছিল ওর নাম রান্তা. ওই পাড়ার মুখার্জি কাকার একমাত্র মেয়ে. সুজাতার সাথেই ও পড়ত. দিনে দিনে সন্তু আরও বেশি করে রান্তার প্রতি আকৃষ্ট হতে থাকলো. নিজের মনের কথা ও সুজয় বা সুজাতা কাউকেই বলতে পারেনি. নিজের কল্পনাতে রান্তাকে ভালোবেসে গেছে. গ্রীষ্মের ছুটি শেষ হয়ে এলেও ওর বাড়ি বা হোস্টেল ফিরে যেতে ইচ্ছা করে না. রান্তাকে দেখতে পেলেই যেন ওর জীবন চলে যাবে. দিনের শেষ রান্তার এক ঝলক পাবার আশায় ছুটির শেষ দিন পর্যন্ত থেকে গেল মাসির বাড়ি. সুজাতা লক্ষ্য করেছিল যে ওর সন্তু দাদা ওর বান্ধবীর প্রেমে পড়ে গেছে. যাই হোক ছুটি শেষ হলে সন্তুকে নিজের বাড়ি, তারপর হোস্টেলে ফিরে যেতে হলো. কিন্তু মন পড়ে রইলো মিকুনিতে রান্তার জন্যে.
সুজাতা নিজের দায়িত্বে রান্তার মনের খবর নিয়েছিল. রান্তার কোনো কারণ ছিল না যাতে সন্তুকে ওর ভালো লাগবে না. বড় ঘরের ছেলে, ভদ্র, মার্জিত, বুদ্ধিমান, সুদর্শন. একজন পুরুষের কাছে মেয়েরা যা যা চেয়ে থাকে তার সবই ছিল, বরঞ্চ সন্তুর যেন তার থেকেও বেশি কিছু ছিল. একটা ভাল মন. নিজেকে সবার থেকে আলাদা না করার চেষ্টা. আর ওই রকম ছেলে যদি রান্তার দিকে চায়, ওর দিকে তাকিয়ে থাকে তাহলে তার মানে বুঝতে দেরী হয় না. রান্তা নিজেকে ভাগ্যবতী মনে করবে যদি সন্তুর সান্নিধ্য পেতে পারে. তাই সুজাতা যখন সন্তুর কথা ওর কাছে তুলল, তখন ওর প্রিয় বান্ধবীকে বলল অনেক কথা. যার থেকে স্পষ্ট যে রান্তাও সন্তুকে মনে মনে কামনা করে. আর কি দুইয়ে দুইয়ে চার হওয়া বাকি.
মাস খানেক যেতে না যেতেই সন্তু আবার মাসির বাড়ি গেল. একটা উইক এন্ডে ছুটি পড়ল… তাতে টানা ৩-৪ দিন. ওর মধ্যে নিজেকে আর হোস্টেল বা বাড়িতে আটকে রাখতে পারল না. বাড়ির সবাই বুঝলো কিছু একটা হয়েছে. হয়ত সন্তু প্রেমে পড়েছে. কারণ ও মাসির বাড়ি থেকে ফিরে আসার পর থেকেই কেমন একটু চেঞ্জ হয়ে গেছে. একটু চুপচাপ. নিজের মধ্যেই থাকে. ফলে যে ছেলে দুই বছর পর মাসির যাবার পর আবার এক মাসের মধ্যেই দ্বিতীয়বার যেতে চায় তার প্রেমে পরা ছাড়া আর কি হতে পারে. ওর ওপর ভরসা আছে. তাই ওকে কোনো কাজে কেউ আটকায় না. তাই এবারও আটকানো হলো না বা কোনো প্রশ্ন করা হলো না. সন্তু যেতেই সুজাতা বুঝলো যে সন্তু দাদা এত তাড়াতাড়ি কেন এসেছে. সন্তু সুজাতাকে বলল সব কথা. এবং অনুরোধ করলো যেন রান্তার সাথে ওর দেখা করিয়ে দেয়. গ্রামের মধ্যে ঐভাবে দুইজন সোমত্ত মেয়ের সাথে কোনো ছেলে একা একা দেখা করতে পারে না. পারে না মানে পারে. কিন্তু সে বড়ই কঠিন কাজ. যদি কেউ দেখে ফেলে তাহলে তার হয়ে গেল. বিশেষ করে মেয়েটির. নানা লোকে নানা কথা বলতে শুরু করবে. কয়েক মুহুর্তেই গ্রামের সবাই জেনে যাবে.
সেদিন বিকেলে সুজাতা গঙ্গার পারে হাটতে যাবে রান্তার সাথে. তখন সন্তু ওর সাথে কথা বলতে পারবে. কিন্তু সুজাতা থাকবে. একলা একলা হবে না. এই রকম পরিকল্পনা করা হলো. এবং তার বাস্তব রুপায়ন হলো. সন্তু বলল, "কিভাবে শুরু করব বুঝতে পারছি না. সুজাতা তোমাকে আমার কথা বলেছে. আমি তোমাকে খুব পছন্দ করি. তোমার উত্তরের ওপর অনেক কিছু অপেক্ষা করছে."
 
These are the rules that are to be followed throughout the entire site. Please ensure you follow them when you post. Those who violate the rules may be punished including possibly having their account suspended.

যারা কমেন্ট করবেন, দয়া করে বানান ঠিক রাখুন। উত্তেজিত অবস্থায় দ্রুত কমেন্ট করতে গিয়ে বানান ভুল করবেন না। আমরা যারা কমেন্ট পড়তে আসি, আমাদের কমেন্ট পড়তে অনেক অসুবিধা হয়।

Users who are viewing this thread

Back
Top