What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (18 Viewers)

Status
Not open for further replies.
ধন্যবাদ মামা।
মাইলস্টোন অবশ্যই, তাতে কোন দ্বিধা নাই,
তবে কি ওই আগের কথাটা মনের অনেক কাছের ছিল কি না।
"আড্ডার
বয়োজ্যেষ্ঠ সদস্য" কথাটার মধ্যে একটু গাম্ভীর্য আছে কি না বলুন।
আপনার মনের অনুভূতিটা বুঝতেছি, মামা। আমারও একসময় এধরনের একটা অনুভব ছিলো। আর্মী র‍্যাঙ্কের "ক্যাপ্টেন " র‍্যাঙ্কটা আমার খুব পছন্দ হতো। এর সাথে কেমন যেনো কমান্ডার টাইপের একটা আমেজ জড়িয়ে ছিলো তখন। যখন জানতে পারলাম মেজর জেনারেলের অনেক নিচের র‍্যাঙ্ক এটি, তখন মনে খুব কস্ট পেয়েছিলাম। তখন ভাবতাম- কি ক্ষতি হয়ে যেতো,যদি ক্যাপ্টেন র‍্যাঙ্কটা আর্মীর সর্বচ্চ র‍্যাঙ্ক করে দেয়া হতো ? !!
 
তাহলে একটা ছোট্ট ঘটনা বলি।
তখন ৯-১০ ক্লাস, ক্লাসের ১ম অর্থাৎ first boy, আমার খুব ভালো বন্ধু।(এখনও)
তা একদিন ইয়ার্কির ছলে দুজনায় তুমুল মারামারি আরকি। ওই সময়ই আবার
পরের ক্লাসের শিক্ষকের আগমন এবং হাতে নাতে পাকরাও। আর কি এইবার
সাস্তির বিধান। কিন্তু বিধি বাম। ক্লাসের ফাস্ট বয় বলে আমার বন্ধুর সাস্তি মাপ
কিন্তু আমার জুটল দুই হাতে দুই বেতের বারি, কারন আমারও ওই ভালো ছাত্র
বলে একটু নাম ছিল তাই সাস্তি সামান্যই। :rolleyes:😔
ভালো ছাত্র হলে এমনই হয় !
আমার মতো স্যারেরা পিটিয়ে বের করে দ্যায় না !!
আর বলে দ্যায় না, যাঃ, তোকে দিয়ে কিচ্ছু হবে না...
 
মামা, পোষ্টানোর নেশা লাইগা গেছে। যা সময় পাই, হয় সংগ্রহ করে যাই বা সংগৃহীত জিনিস পোষ্টাই।
তাই তো দেখছি...
পোস্টাইয়া ফানা ফানা কইরা ফালাইতেছেন...
চালিয়ে যান, মামা...
 
শুভু রাতরি মাম্মালোগ, ঘুমাইতে যাইজ্ঞা
শুভ অপরাহ্ন , মামা।
সকাল থেকে ডাক্তারের চেম্বারে ছিলাম।
ফোরামে বা নেটে ঢুকার সুযোগ খুব একটা পাইনি। চেম্বারে বসে অপেক্ষা করতে করতে ফাঁকে একবার মোবাইল থেকে ট্রাই মেরেছিলাম। কিন্তু পোষাতে পারলাম না। একটা পোস্ট দিয়েই হাপিয়ে উঠেছি...
 
এই শাস্তির ব্যাপারে আমার একটি ঘটনা বলি:

তখন ক্লাস এইটে পড়ি। স্কুলে কখনো ফার্স্ট থেকে থার্ড এই তিন রোলের নীচে নামার সুযোগ পাইনি। খেলাধুলা বা অন্যান্য কর্মকান্ডেও সবসময় সেরা ছিলাম। একদিন টিফিন পিরিয়ডে বৃষ্টির মধ্যে আমরা তিনজন ক্লাস ক্যাপটেন সহ আরো দশ জন ফুটবল খেললাম। টিফিন পিরিয়ডের পর ভুইয়া স্যার (একজন মুক্তিযোদ্ধা, আমার খুব প্রিয় একজন স্যার) এসে কাউকে শাস্তি না দিয়ে আমাদের তিন ক্যাপটেনকে কান মলা দিলেন তার সেই শক্ত কঠিন হাত দিয়ে, যা দিয়ে তিনি একসময় রাইফেল চালাতেন। কান মলা খেয়ে শেষ ক্লাস পর্যন্ত কান্না করেছিলাম। স্কুল শেষ হওয়ার পরে স্যার বারান্দায় দাঁড়িয়ে সবাইকে দাঁড়াতে বললেন। আমাদের তিনজনকেও দাঁড় করালেন। জিজ্ঞাসা করলেন ব্যাথা বেশি করছে কিনা এবং বেশি মন খারাপ হয়েছে কিনা। তিনজনই মাথা নেড়ে সম্মতিসূচক জবাব দিলাম। তিনি অন্য সাতজনের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, "আমি তিনজনকে শাস্তি দিয়ে অন্য সাতজনকে কিছু বলিনি। কারন,
গাধা পিটলে ঘোড়া হয়না। কিন্তু ঘোড়াকে পিটালে সে নিজেকে শুধরে নিয়ে দ্রুত দৌড়ায়"। আমাদের যা বুঝার আমরা সেদিন বুঝে নিয়েছিলাম। কথাটা আমি আজীবন মনে রেখেই দৌড়াই। ঐ শিক্ষাটা আমার মনে গেথে আছে সারাজীবন।

আমার স্কুল জীবনের ঐটাই প্রথম ও শেষ মার খাওয়া বা শাস্তি পাওয়া।
তাইতো কই, দিপু মামায় এতো জোরে দৌড়ানোর তালিম পাইলো কই ?
রাজটা এইবার প্রকাশ পাইয়া গেলো...
 
তাই তো দেখছি...
পোস্টাইয়া ফানা ফানা কইরা ফালাইতেছেন...
চালিয়ে যান, মামা...
কি আর করা মামা, Nirjonmela মামায় যখন এতবর একটা সন্মান দিছে
সেই সন্মানের একটা মর্যাদা রাখতে হবে , তাই কি না ????
তাই সময় সাধ্য মত যত পারছি আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি।
আপনাদের আশীর্বাদে আমার সংগ্রহে আছে তো অনেক, আর
দিনের পর দিন তা কলেবরে বেরেই যাচ্ছে। আর আমার মতে

কিছু সম্পদ ( :cool:!!!) আছে যা সবাই মিলে উপভোগ করলে তার
দাম বারে বই কমে না। এইতো অল্প কিছুদিনের মধ্যে একটা নতুন

৫০০ জিবির অর্ধেক ভরে ফেলেছি। MetArt Premium এর অসংখ্য
এলবাম ডাউনলোড করেছি। যত আছে তত দেবার মত সময়ের অভাব।
 
@Nirjonmela মামার মনটা বিশাল বড় বলেই আজ আমরা এই পরিবার পেয়েছি এবং মিলেমিশে কাজ করে যাচ্ছি। একা নিজে এই ফোরামকে চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি, যা দেখে আমি ব্যাক্তিগতভাবে খুব অবাক হই।
@Nirjonmela মামার ফোরামের প্রতি যে আন্তরিকতা সেটা দেখে আমিও মাঝে মধ্যেই বেশ অবাক হয়ে যাই। অনেক ফোরামের মালিকই দেখেছি কিংবা তাদের সম্মন্ধে জেনেছি। তারা কেউ নির্জন মামার মতো এতো গভীরভাবে ফোরাম বা সাইটকে ভালবাসতে দেখিওনি, শুনিওনি। এই ফোরামটা যেনো নির্জন মামার দ্বিতীয় বউ। এতো ভালোবাসা শুধু বউকেই মানুষ এভাবে দিতে পারে...
 
আর মাত্র ১৯ হাজার হলেই আপনি লাখপতি হয়ে যাবেন, আগাম অভিনন্দন মামু।
এখনকার হিসাবে যদি বলেন, তবে সেটা হবে আর মাত্র ১৭৯২৭টি পোস্ট বাকি আছে যুবি মামার লাখোপতি হতে...
 
শুভ সকাল।

সবার খবর কি?
আলহামদুলিল্লাহ !
আল্লাহর মর্জি আমি ভালো আছি, মামা।
যদিও সকাল থেকে কিছুক্ষন আগে পর্যন্ত ডাক্তারের চেম্বারেই ছিলাম...
তেমন কিছু না। কিছুদিন আগের অসূস্থ্যতার ব্যাপারে কিছু পরামর্শ ছিলো। সেই সাথে সে রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যাপারে পরামর্শ !
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top