What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

শাওমি রেডমি ৭ মাত্র ১০৫ ডলারে দিচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৬.২৬ ইঞ্চি স্ক্রিন! (1 Viewer)

Starling

Board Senior Member
Elite Leader
Joined
Mar 7, 2018
Threads
775
Messages
12,015
Credits
220,609
Recipe wine
Kaaba
Profile Music
Birthday Cake
lMm51hR.jpg


রেডমি সাব-ব্র্যান্ডের নতুন এন্ড্রয়েড স্মার্টফোন শাওমি রেডমি ৭ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো। এটি হচ্ছে এই মুহূর্তে শাওমির অন্যতম সুলভ কিন্তু শক্তিশালী রেডমি স্মার্টফোন। এর পরেই আছে রেডমি নোট ৭ সিরিজ।

শাওমি রেডমি ৭ ফোনে রয়েছে ৬.২৬ ইঞ্চি এলসিডি স্ক্রিন, যাতে পাবেন এইচডি+ রেস্যুলেশন। এন্ড্রয়েড ৯.০ পাই ওএস চালিত এই ফোনে থাকছে এমআইইউআই স্কিন। চলুন দেখে নিই এর বিস্তারিত স্পেসিফিকেশন।

শাওমি রেডমি ৭ স্পেসিফিকেশন

  • স্ক্রিনঃ ৬.২৬ ইঞ্চি (৭২০ x ১৫২০পি, ২৬৯ পিপিআই, ১৯:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও), আইপিএস এলসিডি, গরিলা গ্লাস, ছোট্ট ওয়াটার ড্রপ নচ।
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৩২ অক্টাকোর ১৪ ন্যানোমিটার সিপিইউ, এড্রিনো ৫০৬ জিপিইউ।
  • র‍্যামঃ ২জিবি/৩জিবি/৪জিবি।
  • স্টোরেজঃ ১৬/৬৪/৩২ জিবি। ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট আছে।
  • ক্যামেরাঃ পেছনে ১২ + ২ মেগাপিক্সেল মিলিয়ে মোট ২টি এআই ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ। সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (ফেইস আনলক, এআই, বিউটিফাই)।
  • ব্যাটারিঃ ৪০০০ এমএএইচ, ফাস্ট চার্জিং সুবিধা।
  • ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই, এমআইইউআই স্কিন।
  • সিমঃ ডুয়াল সিম, ফোরজি এলটিই।
  • লক-আনলকঃ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (ফোনের পেছনে), ফেইস আনলক।
  • অন্যান্যঃ এফএম রেডিও, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ব্লুটুথ ৪.২, মাইক্রো ইউএসবি ২.০ প্রভৃতি, রং- কালো, লাল, নীল।
  • ওজনঃ ১৮০ গ্রামের মত, পুরুত্ব ৮.৫ মিলিমিটার।
Pcs2bLB.jpg


শাওমি রেডমি ৭ ফোন প্রথম ফ্ল্যাশ সেল এ বিক্রি হবে ২৬শে মার্চ চীনে। এর দাম ১০৫ ডলার থেকে শুরু (২/১৬)।

এছাড়া ৩/৩২ ভ্যারিয়েন্টের দাম ১২০ ডলার ও ৪/৬৪ ভ্যারিয়েন্ট পাবেন ১৫০ ডলারে। আশা করা যায় এপ্রিলেই বাংলাদেশের বাজারে চলে আসবে ফোনটি। তবে এর দাম বাংলাদেশে কত হয় তা জানার জন্য আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
 

Users who are viewing this thread

Back
Top