What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

স্মার্ট টিভিঃ বদলে যাচ্ছে মানুষের টিভি দেখার অভিজ্ঞতা (1 Viewer)

ছোটভাই

Super Moderator
Staff member
Super Mod
Joined
Mar 4, 2018
Threads
776
Messages
51,119
Credits
371,002
Thermometer
Tomato
Luggage
Luggage
Tomato
Tomato
8aptqsbl2RfmkBq2_aHR0cDovL21lZGlhLmJlc3RvZm1pY3JvLmNvbS81L0IvNjk3NDM5L29yaWdpbmFsL3VwZGF0ZS0wMS5qcGc%3D.jpg

বর্তমান যুগে সবাই চায় স্মার্ট হতে। আর তাদেরকে স্মার্ট করে তুলতে একটি বড় ভূমিকা পালন করছে আধুনিক প্রযুক্তি। মোবাইল ফোন শিল্পে এই স্মার্টনেসের এতটাই বিপ্লব ঘটেছে যে, আজকাল সবার হাতে হাতেই স্মার্টফোন দেখতে পাওয়া যায়। স্মার্টফোনের আধিপত্যের কারণে বাটন বা ফিচার ফোন ক্রমশই বিলুপ্তির পথে। তাই এ কথা অনেকটা নিশ্চিত করেই বলা যায় যে, স্মার্টফোন ইতিমধ্যেই বাজার দখলের কাজটি সফলভাবে সম্পন্ন করে ফেলেছে।

এবং এখন প্রযুক্তির অন্য আরেকটি শাখাতেও স্মার্টনেস বিপ্লব দেখা যাচ্ছে। সেটি হলো টেলিভিশন শিল্প। স্মার্ট টিভি শব্দটি আজকাল হরহামেশাই শোনা যাচ্ছে। মধ্যবিত্ত আয়ের কেউও যদি আজকাল নতুন টেলিভিশন সেট কেনার পরিকল্পনা করেন, তার আশেপাশের প্রযুক্তিবিশারদদের বলতে শোনা যায়, "কী টিভি কিনবে? স্মার্ট টিভি নিশ্চয়ই!"

যারা এখনও স্মার্ট টিভির ব্যাপারে খুব একটা অবগত নন, তাদেরকে স্মার্ট টিভি সম্পর্কে বিশদে জানিয়ে দেয়াই হলো এই লেখার উদ্দেশ্য। তাই আর দেরি কেন, চলুন শুরু করা যাক!

156.jpg
 

Users who are viewing this thread

Back
Top