What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

রাজ কাহিনী (1 Viewer)

I am here

Exclusive Writer
Story Writer
Joined
Dec 12, 2018
Threads
11
Messages
216
Credits
8,516
এই প্রথম এই সাইট এ একটি গল্প পোস্ট করতে যাচ্ছি , সবাই সাথে থাকবেন আর কোন সাজেশন থাকলে জানাবেন । বানান ভুল আমার চির সঙ্গী তাই নিজ গুনে ক্ষমা করবেন ।

এই গল্পের সব কিছু কাল্পনিক স্থান কাল পাত্র পাত্রি কোন কিছুর সাথে বাস্তবের কোন মিল নেই । আমি এই গল্প সম্পূর্ণ নিজে লিখছি আমি অন্য কোন সাইট এ এই গল্প পোস্ট করি নি আর করব ও না যদি কেও অন্য সাইট এ কপি করতে চান আগে অনুমতি নিয়ে নিবেন আশা করি ।



কাঞ্ছনাপুর একটি ছোট কিন্তু অনেক সমৃদ্ধ রাজ্য । মনিপুর, মোহনগঞ্জ , রায়বাগ, গৌরি নগর , মিঠা পুর , ও স্বর্ণ দ্বিপ এই অঞ্চল নিয়ে কাঞ্ছনাপুর রাজ্য । মনিপুর কাঞ্চনাপুর এর রাজধানী ।এই রাজ্যের আয়তন মাত্র ৮৬ হাজার বর্গ মাইল । এর জনসংখ্যা প্রায় ৭ লক্ষ । এই রাজ্যের ভৌগোলিক অবস্থান খুব ই গুরুত্ত পূর্ণ । আসে পাসে যত রাজ্য আছে তাদের সব বনিক কাফেলা এই রাজ্য হয়ে যেতে হয় । এই রাজ্যের সমুদ্র বন্দর সবচেয়ে বড় এবং পৃথিবীর সবদেশের জাহাজ এই বন্দর এ নোঙ্গর ফেলে । আপাত দৃষ্টি তে অন্য রাজ্যের রাজারা কাঞ্ছনাপুর এর সাথে ভালো সম্পর্ক বজায় রাখলে ও মনে মনে কাঞ্ছনাপুর দখল করার সপ্ন লালন করে ।
এই রাজ্যের বর্তমান রাজা জিতেন্দ্র । রাজা জিতেন্দ্র গত ৭ বছর যাবত সিংহাসন এ বসেছেন । সিংহাসন এ বসার পর থেকে তিনি শান্তিতে নেই । রাজা হওয়ার পর থেকে তার পিছনে শত্রু লেগেই আছে । এই পর্যন্ত দুইবার তাকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছে । এই ৭ বছর এ তাকে ৪ বার যুদ্ধে যেতে হয়েছে ।

এই সব কিছুর পিছনে রয়েছে তার সৎ ভাই মহেন্দ্র এটা রাজা জিতেন্দ্র ভালো করেই জানেন । কিন্তু কয়েকবার সুযোগ পেয়ে ও তিনি নিজ ভাইকে হোক সে সৎ মারতে পারে নি ।
জিতেন্দ্র যখন সিংহাসন এ বসে তখন সে ৩০ বছর এর ঝলমলে যুবক । কিন্তু এই ৭ বছর এ যেন তার বয়স ২০ বছর বেড়ে গেছে । যুদ্ধ কোন বিষয় নয় । জিতেন্দ্র তার বাবার শাসন এর সময় অনেক বার যুদ্ধে গিয়েছেন । সবচে বেশি যে ব্যাপার টা দুখী করেছে তা হল ওর বাবার কাছে করা শেষ প্রতিজ্ঞা । জিতেন্দ্রের বাবা মৃত্যু শয্যায় রাজা গবিন্দ নিজের বড় ছেলে কে একাকী ডেকে বলেছিলেন । বাবা আমি তমাদের দুই ভাই এর মধ্যে রাজ্য ভাগ করে দিতে পারলে খুব খুশি হতাম । কিন্তু সেই নিয়ম নেই । তাই নিয়ম মতো আমি তোমাকে রাজা ঘোষণা করলাম । কিন্তু বাবা তুমি তোমার ছোট ভাই এর উপর কোন দিন কঠোর হইও না । আমি জানি সে তোমাকে অনেক বিরক্ত করবে কিন্তু বাবা তুমি ওকে সামলে নিও । প্রয়োজনে শাস্তি দিও কিন্তু একেবারে মেরে ফেলো না ।

বাবার শেষ কথা জিতেন্দ্র এতদিন অক্ষরে অক্ষরে পালন করে আসেছে । কিন্তু আর পারছে না । রাজা হওয়ার পর জিতেন্দ্র মহেন্দ্র কে দুটি বিশাল শহর এর শাসক বানায় । জিতেন্দ্রর সভাসদ রা জিতেন্দ্র কে নিষেধ করার পর ও জিতেন্দ্র তাদের কোথায় কান দেয়েনি । কিন্তু এর ফল জিতেন্দ্র হাতে নাতে পেয়ে যায় । মহেন্দ্র কে মোহনগঞ্জ আর স্বর্ণ দ্বিপ এর শাসন ভার দেওয়া হয়েছিল কিন্তু ৬ মাসের মধ্যে মহেন্দ্র নিজেকে রাজা ঘোষণা করে ও মিঠা পুর দখল করে নেয়ে । মহেন্দ্র ছাড়া ও জিতেন্দ্রর দুই সৎ বোন আছে এদের একজন হিমানী । যার বিয়ে হয় ভিম সিং এর সাথে ভিম সিং ছিল গৌরি নগর এর গভর্নর । ভিম সিং ও মহেন্দ্র এর সাথে যোগ দেয় ।

সিংহাসন এ বসার ৬ মাসের মধ্যে জিতেন্দ্র প্রায় রাজ্য হারা হওার অবস্থায় এসে দারায় । জিতেন্দ্রর হাতে থাকে সুধু রাজধানী মনিপুর আর রায়বাগ । জিতেন্দ্র কে দুর্বল শাসক ভেবে অনেক সভাসদ মহেন্দ্রর সাথে যোগ দেয়ে । কিন্তু জিতেন্দ্র সেই বিদ্রহ কঠিন হাতে দমন করে এবং মহেন্দ্র আর ভিম সিং কে বন্দি করে । কিন্তু বাবার শেষ অনুরধ আর বোন হিমানির অনুনয় এর কারনে ওদের কোন শাস্তি না দিয়ে প্রাসাদ এ নজর বন্দি করে রাখে । অদিকে গৃহ যুদ্ধের সুযোগ কাজে লাগিয়ে দক্ষিন আঞ্ছল এর রাজা যবন রায় কাঞ্ছনাপুর আক্রমন করে বসে ।

জিতেন্দ্র কে আবার সেনা নিয়ে রওনা হতে হয় । হিমানী ও ভিম সিং অনেক কাকুতি মিনতি করে ভিম সিং কে আর একবার সুযোগ দেয়ার জন্য । জিতেন্দ্র ভিম সিং কে নিজের সেনা পতি করে নেয়ে । সেই যুদ্ধে ভিম সিং অনেক বীরত্ব প্রদর্শন করে আবার জিতেন্দ্রর আস্থা অর্জন করে নেয়ে । জিতেন্দ্র আবার ভিম সিং কে গৌরি নগর এর গভর্নর করে পাঠায় ।

কিন্তু মহেন্দ্রর কোন পরিবর্তন নেই সে তেমন ই আছে । একটু ও পরিতাপ তার মধ্যে নজর আসে না । হঠা ৎ একদিন মহেন্দ্র পালিয়ে যায় এবং অনেক খুজে ও ওকে পাওওা যায় না । এর কিছুদিন পর খবর আসে যে একদল মুখোশ ধারি লোক মনিপুর এর আসে পাসে গ্রাম গুলিতে লুট তরাজ করছে । জিতেন্দ্র তাদের দমন করার জন্য সেনা পাঠায় । কিন্তু কিছুদিন পর খবর আসে যে এরা মামুলি ডাকাত নয় অনেক সংগঠিত এবং সংখ্যায় অনেক । তাই জিতেন্দ্র নিজে ই ডাকাত দের সাথে বোঝা পড়া করার জন্য রওনা হয় । সেই ডাকাত দল কে পরাজিত করতে জিতেন্দ্রর প্রায় ৩ মাস সময় লেগেছিল । কিন্তু সরদার পালিয়ে গিয়েছিল বলতে গেলে জিতেন্দ্র ওকে পালিয়ে যেতে দিয়েছিল । কারন সরদার আর কেও নয় রাজার ভাই মহেন্দ্র ।
 
Last edited:
Ato kom? aro besi post chai
সময় একটু বেশি লাগবে ভাই কিন্তু লেখা পাবেন কথা দিচ্ছি । আমি প্রথম পোস্ট এ রিপ্লাই পাবো আসা করি নি কিন্তু আপনাদের রিপ্লাই দেখে উৎসাহ বেড়ে গেল
 


তৃতীয় বার মহেন্দ্র আরও বেয়ারা হয়ে উঠলো । ডাকাত দল ভেঙ্গে জাবার পর মহেন্দ্র অনেক দিন চুপ ছিল । এত দিনে জিতেন্দ্র তার রাজ্য কে শক্ত অবস্থা তে নিয়ে আসেছে । প্রতিবেশী রাজ্যের সাথে ভালো সম্পর্ক তৈরি করেছে । কিন্তু সেই শান্তিপূর্ণ অবস্থা বেশি দিন টিকলো না । হঠা ৎ একদিন খবর এলো গভীর সমুদ্রে অনেক প্রায় ১৫০ টির মতো হবে যুদ্ধ জাহাজ এইয়ে আসছে এগুলা এ অঞ্চল এর জাহাজ নয় আমাদের তীর এর কাছা কাছি আসতে ওদের খুব বেশি হলে ১ সপ্তাহ সময় লাগবে । রাজার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো ১ সপ্তাহ এই সময় এর মধ্যে কি করে এত বড় সেনা সমাবেশ করা সম্ভব নয় আর উপকুল অঞ্চল এ সেই সেনাবাহিনি নিয়ে যাওয়া ও সম্ভব নয় ।একজন উজির বলল ওরা যে যুদ্ধ করতে আসছে সে ব্যাপারে আমরা নিশ্চিত নই ওরা অন্য কারনে ও আসতে পারে । জিতেন্দ্র তার এই উজির এর কাথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো । আপনি কি আপনার বুদ্ধি বাসায় রেখে এসেছেন উজির সাহেব । ১৫০ জাহাজ প্রতি জাহাজ এ যদি ৩০০ করে সেনা থাকে থলে ৪৫০০০ সেনা এত সেনা নিয়ে কেও খোশ গল্প করতে নিশ্চয়ই আসছে না । রাজার ধমক খেয়ে উজির চুপ হয়ে গেলো । সাথে সাথে সেনা সমাবেশ করার প্রস্তুতি শুরু হল । সেনা সমাবেশ করার দায়িত্ব দেয়া হল গ্র্যান্ড উযির এর উপর । রাজা জিতেন্দ্র আর ভিম সিং রেসুলার সেনা যাদের সংখ্যা ১৫০০০ নিয়ে স্বর্ণ দ্বিপ অভিমুখে যাত্রা করলো । জিতেন্দ্রর সাথে আশা ১৫০০০ আর স্বর্ণ দ্বিপ এর ৫০০০ সেনা মিলে সেই বিদেশি সেনার সাথে তুমুল যুদ্ধে লিপ্ত হল । আর গ্র্যান্ড উজির রজত সিং যেন জাদু দেখাল মাত্র ২০ দিন এর মাথায় ২০০০০ সেনা নিয়ে স্বর্ণ দ্বিপ এ উপস্থিত হল । এর পর বিদেশি সেনা টিকতে পারল না বেশি দিন । জিতেন্দ্রর কাছে সন্ধি করার আহবান জানাল এবং সাথে একটি উপহার পাঠাল । সেই উপহার হল হাত পা ভাঙ্গা মহেন্দ্র । সন্ধির প্রস্তাব নিয়ে আশা দুত জানালো যে মহেন্দ্র ওদের রাজাকে প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে এসেছে । মহেন্দ্র আবার বন্দি হল আর সেই বিদেশি রাজা প্রচুর ক্ষতি পুরন দিয়ে নিজ দেশে ফেরত গেলো ।

কিন্তু মহেন্দ্র পালানোর ব্যাপারে ওস্তাদ লোক । হাত পা ভালো হতেই মহেন্দ্র আবার পালিয়ে গেলো ।


মহেন্দ্র দ্বিতীয় বার পালানোর পর প্রায় ৪ মাস পার হয়ে গেছে । রাজা জিতেন্দ্র তার প্রাসদ এর সামনে বাগান এ তার সময় কাটানোর জন্য তৈরি বেদিতে পত্নী মালতী দেবির সাথে বসে । বেদির সামনে একটি পানির ফোয়ারা বাতাসে একটি শীতল ভাব নিয়ে এসেছে । দেশ বিদেশ থেকে সংগ্রহকৃত ফুলের গাছে ফুটে থাকা ফুল থেকে মিষ্টি গন্ধ আর বিকেলের মিষ্টি রোদ আর মালতি দেবির চুলে মাখা সুগন্ধি তেল এর সুগন্ধ জেতেন্দ্রর মন থেকে এই ৭ বছর এর কঠিন সময় এর ক্লান্তি ভুলিয়ে দিয়েছে । জিতেন্দ্র তার পাসে বসা মালতির দিকে তাকাল । ১৮ বছর আগে এরকম ই এক বিকেলে মালতী কে প্রথম বার দেখে জিতেন্দ্র । তখন মালতী কিশোরী । মালতী সেদিন হলুদ রং এর ফিনফিনে পাতলা একটি জামা পরিহিত ছিল । যা ওর দেহ ঢেকে রাখার চেয়ে প্রদর্শন এর কাজ বেশি করছিলো । জিতেন্দ্র তখন ১৯ বছর এর তাগড়া জওয়ান ছেলে । চখের সামনে এমন সুন্দর হলুদ ফুল দেখে সেই ফুলের মধু খাবার জন্য পাগল হয়ে উঠছিল ওর মন । কিন্তু জিতেন্দ্র কোন পাগলা ভ্রমর নয় আর মালতী ও কোন পথের ধারে ফুটে থাকা ফুল নয় । মনিপুর এর সবচেয়ে বড় বনিক রঘুনাথ বনিক এর আদরের কন্যা । মালতী কে দেখার পর জিতেন্দ্রর মনে শান্তি নেই । শিকারে যাওয়া বুন্ধুদের সাথে আড্ডা , শরীর চর্চা কোন কিছুতেই মন নেই চোখে সুধু একটি ছবি ভাসে । সেই গোলাপ এর পাপড়ির মতো ঠোঁট সেই মাখন এর মতো দেহ । কালো বড় বড় চোখ । একদিন জিতেন্দ্র নিজের বড় বোন হিমানির কাছে বলে ফেললো যে সে রঘু নাথ এর মেয়ে মালিনির সাথে কথা বলতে চায় । সব শুনে হিমানী খুব চিন্তায় পড়ে যায় । সে জিতেন্দ্র কে বোঝাতে চেষ্টা করে যে ওদের বাবা রাজা গবিন্দ এই বিয়ে মেনে নিবে না সে হয়ত জিতেন্দ্রর বিয়ে অন্য কোন রাজার মেয়ের সাথে করাতে চাইবে । কিন্তু জিতেন্দ্র চাপা চাপি করায় হিমানী মালিনিকে নিজের শ্বশুর বাড়িতে দাওয়াত করে । সেখানে জিতেন্দ্র প্রথম মালিনির সাথে কথা বলে এবং জানতে পারে যে মালিনি ও জিতেন্দ্র কে পছন্দ করে । তার পর অনেক কাঠ খড় পুরিয়ে বিয়ে হয় জিতেন্দ্র ও মালিনির ।

জিতেন্দ্রর সেই রাত এর কথা আজ ও মনে পড়ে । বিয়ের সব নিয়ম কানুন শেষ হতে এবং সব অতিথি দের শুবেচ্ছা গ্রহন শেষ করতে করতে প্রায় মাঝ রাত্রি হয়ে যায় জিতেন্দ্র যখন তার নিজ কামরায় প্রবেশ করে । নিজ কামরায় তখন দাসিরা মালিনি কে তার ফুলশয্যার জন্য তৈরি করছে । মালিনি কে তৈরি করার কাজ প্রায় শেষের দিকে । জিতেন্দ্র কামরায় প্রবেশ করার সাথে সাথে দুজন বাঁদি ওর বড় আলখাল্লা খুলে নেয়ে । এর পর বাদিরা জিতেন্দ্রর পরিহিত টাইট জামা খুলে নেয়ে ।
এর পর ওর পরিহিত পাজামা জিতেন্দ্র এখন সম্পূর্ণ উলঙ্গ । জিতেন্দ্রর দুপায়ের মাঝে ঝুলে থাকা বাড়া দেখে বাঁদি দের মুখ থেকে চাপা আওয়াজ বের হয় । এত বড় যা ঘুমন্ত অবস্থায় ই ৬ ইঞ্ছির মতো হবে আর অনেক মোটা । পাতলা চামড়া ভেদ করে কয়েকটি শিরা সাপের মতো একে বেকে বাড়া টি ঘিরে আছে । অবাক হওয়ার পালা শেষ হবার পর বাঁদি দের চাপা হাসির আওয়াজ পাওওা গেলো এক বাঁদি দৌড়ে গিয়ে বিছানা ঘিরে রাখা পর্দা সরিয়ে মালতির গায়ে সুগন্ধি তেল মাখানোর কাজে নিয়জিত বাঁদির কানে কি যেন ফিসফিস করে বলল । তেল মাখানোর রত বাঁদি অন্য এক বাদিকে কি যেন চোখের ইশারায় বলল । সেই বাঁদি মুখ আঁচলে দেখে ফিচ করে হেঁসে ফেললো । তেল মাখানো রত বাঁদি যে কিনা একটু বেশি বয়স্ক এবার চোখ পাকিয়ে তাকাল । তখন হাসতে থাকা কম মাঝারি বয়স্ক বাঁদি বিছানার কোনে থাকা একটি ছোট প্রসাধনীর বাক্স থেকে ছোট একটি কাঁচের শিশি বের করলো যার মধ্যে পানির মতো তরল ছিল ।
এদিকে বাঁদিরা জিতেন্দ্রর পুরো শরীর গোলাপ পানি দিয়ে ভেজান কাপড় দিয়ে মুছে দিচ্ছে । পুরো শরীর মুছানোর পর বাঁদিরা ঘি এর মতো দেখতে অর্ধ তরল জাতীয় একটা কিছু ওর পুরো অঙ্গে মাখিয়ে দিল । যা ওর তামাটে শরীর এর রং অনেকটা সোনালী রং হয়ে গেলো । জিতেন্দ্র কে দেখতে এখন আর সাধারন মানুষ মনে হচ্ছে না মনে হচ্ছে স্বর্গ থেকে কোন দেবতা নেমে এসেছে ।
 

Users who are viewing this thread

Back
Top