What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

দুবাই ও মুম্বাই এর মধ্যে আলট্রা-গতি সম্পন্ন আন্ডার ওয়াটার বুলেট ট্রেন (1 Viewer)

monipuri

Administrator
Staff member
Administrator
Joined
Jun 14, 2018
Threads
48
Messages
14,390
Credits
113,243
Lollipop
Laptop Computer
Lipstick
Satellite Antenna
Tomato
Lipstick
আলট্রা-গতি সম্পন্ন আন্ডার ওয়াটার বুলেট ট্রেনে মাত্র দুই ঘণ্টায় মুম্বাই হতে ফুজিয়ারাহ, দুবাই


underwatertrain_660_120518021515.jpg


সম্প্রতি ইউনাইটেড আরব আমিরাতের ‘ন্যাশনাল এডভাইজার ব্যুরো লিঃ’ নামক একটি কোম্পানি আমিরাতের ফুজিয়ারাহ ও ভারতের মুম্বাই শহরের মধ্যে একটা আলট্রা-গতি সম্পন্ন আন্ডার ওয়াটার বুলেট ট্রেন সার্ভিস চালু করার প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহন করেছেন যাতে ভারতের পূর্ণ সহযোগিতা রয়েছে।
 


Undersea-Bullet-Train.jpg


প্রজেক্টটি বাস্তবায়ন করা সম্ভব হলে এটি শুধু যাত্রী বহনের কাজে সীমাবদ্ধ থাকবে না। এটি পাইপ লাইনের মাধ্যমে ভারত হতে ইউএই তে পণ্য ও খাবার পানি এবং ইউএই হতে ভারতে তৈল পরিবহনের জন্যও ব্যবহৃত হবে।
 
images_1543548749363_Phase_3_Testing.jpg




ঘণ্টায় ১০০০ কিঃমিঃ গতি অর্জনের জন্য এই ট্রেনটি ‘ভাসমান ট্রেন’ বা ‘ম্যাগলেভ’ (Maglev) এ ব্যবহৃত চৌম্বক বিকর্ষণ পদ্ধতি ব্যবহার করতে হবে যা ঘর্ষণের কারনে গতি শ্লথ পরিহার করতে সক্ষম। আলট্রা-গতি সম্পন্ন ম্যাগলেভ ট্রেন বর্তমানে জাপান ও চায়নার মধ্যে চলমান রয়েছে। প্যারিস ও লন্ডনের মধ্যে সমুদ্রতলদেশ দিয়ে উচ্চগতি সম্পন্ন ট্রেন যোগাযোগ ব্যবস্থাও চলমান রয়েছে।

সুত্রঃ খালজি টাইমস, দুবাই।
 
আলট্রা-গতি সম্পন্ন আন্ডার ওয়াটার বুলেট ট্রেনে মাত্র দুই ঘণ্টায় মুম্বাই হতে ফুজিয়ারাহ, দুবাই


underwatertrain_660_120518021515.jpg


সম্প্রতি ইউনাইটেড আরব আমিরাতের ‘ন্যাশনাল এডভাইজার ব্যুরো লিঃ’ নামক একটি কোম্পানি আমিরাতের ফুজিয়ারাহ ও ভারতের মুম্বাই শহরের মধ্যে একটা আলট্রা-গতি সম্পন্ন আন্ডার ওয়াটার বুলেট ট্রেন সার্ভিস চালু করার প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহন করেছেন যাতে ভারতের পূর্ণ সহযোগিতা রয়েছে।
ei prokolpo ki kokhono rupaito hobe ?
 
ei prokolpo ki kokhono rupaito hobe ?
না। আমিরাতীদের ওয়ালেট টাকার জোর বেশি, তাই ওদের অনুর্বর মস্তিষ্কে এ ধরণের প্রচুর উর্বর চিন্তাদোষ ঘটে। বাস্তবে প্রতিফলন খুব কমই দেখা যায়।
এটা নিছক একটা কন্সেপ্ট মাত্র। এমনকী কোনও ফিজিবিলিটি স্টাডীও হয় নি।
 

Users who are viewing this thread

Back
Top