What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

৭৮৬৬ কোটি টাকায় কোহলি-ধোনিদের টিভি স্বত্ব বিক্রি (1 Viewer)

Status
Not open for further replies.

Nirjonmela

Administrator
Staff member
Administrator
Joined
Mar 1, 2018
Threads
2,762
Messages
23,248
Credits
825,298
Pistol
Crown
Thread Title Style (One)
Profile Music
fxC9JhY.gif


মঙ্গলবার থেকে শুরু হয় ভারতের ক্রিকেট দলের মিডিয়া স্বত্ব বিক্রির নিলাম। আজ বৃহস্পতিবার তৃতীয় দিনে এসে বিক্রি হয় কোহলি-ধোনিদের ম্যাচের মিডিয়া স্বত্ব। আর সেটা কিনে নেয় প্রভাবশালী টিভি চ্যানেল স্টার ইন্ডিয়া।

৫ বছরের জন্য ভারতের ক্রিকেট দলের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের মিডিয়া স্বত্ব কিনতে স্টার ইন্ডিয়ার গুনতে হয়েছে ৬ হাজার ১৩৭ দশমিক ১ কোটি রূপি। বাংলাদেশি মুদ্রায় যায় ৭ হাজার ৮৬৬ দশমিক ৭৯ কোটি টাকা।

২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতের মাটিতে কোহলি-ধোনিরা ১০২টি ম্যাচ খেলবেন (এর মধ্যে ২২টি টেস্ট ম্যাচও রয়েছে)। এই সবগুলো ম্যাচের স্বত্ব কিনেছে স্টার ইন্ডিয়া।

নিলামের তৃতীয় দিনে ভারতের ক্রিকেট দলের গ্লোবাল টেলিভিশন ও ডিজিটাল রাইট কিনতে অনলাইনে যুদ্ধ শুরু হয় স্টার ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সনি পিকচার নেটওয়ার্কের মধ্যে। ভারতের মিডিয়া স্বত্ব কিনতে ফেসবুক এবং গুগলও নিলামে অংশ নিয়েছিল। কিন্তু শেষ দিকে লড়াই হয় উপরোক্ত তিন কোম্পানির মধ্যে। রিয়ালেন্স ও সনিকে পেছনে ফেলে স্টার ইন্ডিয়া বাগিয়ে নেয় ভারতের মিডিয়া স্বত্ব।

এর আগে স্টার ইন্ডিয়া আইপিএল ও আইসিসির সব টুর্নামেন্টের (ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপসহ) মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে।

মঙ্গলবার ৪ হাজার ৪৪২ কোটি রূপিতে গিয়ে শেষ হয় প্রথম দিনের নিলাম। স্টার ইন্ডিয়া, রিলায়েন্স ও সনির দর কষাকষির কারণে প্রথম দিনেই এতোদূর যায় মিডিয়া স্বত্বের মূল্য। দ্বিতীয় দিনে প্রথমে ৪ হাজার ৫১৭.২৫, এরপর ৪ হাজার ৫৬৫.২০ কোটিতে শেষ হয়।

আজ তৃতীয় দিনে ৫ হাজার ২৮৮ কোটি, সেখান থেকে ৫ হাজার ৭৪৮ কোটি, তারপর ৬ হাজার ৩.০৯ কোটি ও ৬ হাজার ৩২.৫ কোটি রূপিতে গিয়ে থামে। সবশেষ স্টার ইন্ডিয়া ৬ হাজার ১৩৮.১ কোটি রূপি দাম হাঁকিয়ে কিনে নেয় মিডিয়া স্বত্ব।

২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচের মিডিয়া স্বত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া। সেবার তাদের খরচ করতে হয়েছিল ৩ হাজার ৮৫১ রূপি। এবার তার চেয়ে ২ হাজার ২৮৭.১ কোটি রূপি বেশি খরচ করতে হয়েছে তাদেরকে।

এর আগে তারা আইপিএলের মিডিয়া স্বত্ব ১৬ হাজার ৩৪৭ কোটি রূপিতে পাঁচ বছরের জন্য কিনে নিয়েছে স্টার ইন্ডিয়া।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top