২০১৮-১৯ মৌসুমকে সামনে রেখে যুক্তরাষ্ট্র থেকে নিজেদের প্রস্তুতি শুরু করার ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ফুটবল জায়ান্ট ক্লাব থেকে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুই সপ্তাহের প্রাক মৌসুম যুক্তরাষ্ট্র সফর মেক্সিকান দল ক্লাব আমেরিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে। আগামী ১৯ জুলাই আরিজোনার ফিনিক্স ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। তিনদিন পরে সান্টা ক্লারাতে হোসে মরিনহোর দল মেজর লীগ সকারের ক্লাব সান জোসে আর্থকোয়েকের মোকাবেলা করবে।
ইউনাইটেডের এক বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের অনুশীলন ম্যাচগুলোর বিস্তারিত খুব শিগগিরই প্রকাশ করা হবে। এ সম্পর্কে ইউনাইটেডের এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান এড উডওয়ার্ড বলেছেন, ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের এই সফরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় বছর প্রাক মৌসুমে ইউনাইটেড যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র সফরে ম্যানচেস্টার ইউনাইটেড সবসময়ই উষ্ণ অর্ভথ্যনা পেয়ে থাকে। ২০১০ সালের পর থেকে যুক্তরাষ্ট্র সফর করছে ইউনাইটেড। এর মধ্যে ২০১৪ সালে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে মিশিগান বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রায় লাখখানেক ইউনাইটেড সমর্থক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
প্রিমিয়ার লীগ টেবিলে বর্তমানে দ্বিতীয় অবস্থানে থাকা ইউনাইটেড শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এফএ কাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। এবারের মৌসুমে এই একটিমাত্র শিরোপার স্বপ্ন টিকে রয়েছে ইউনাইটেডের।