What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

3 Idiots বাংলা + ফেইসবুক ভার্সন (1 Viewer)

arn43

Co-Admin
Staff member
Co-Admin
Joined
Mar 2, 2018
Threads
1,615
Messages
121,990
Credits
324,673
DVD
Whiskey
SanDisk Sansa
SanDisk Sansa
Computer
Glasses sunglasses
3 Idiots বাংলা + ফেইসবুক ভার্সন



আমির খানঃ- * হাসতেছে *
টিচারঃ- আপনি হাসছেন কেন ?
আমির খানঃ- অনেক দিন ধরে পেইজের এডমিন হতে চেয়েছিলাম । হয়ে গেছি । এখন অনেক মজা লাগতেছে।
টিচারঃ- এত মজা নেওয়ার প্রয়েজন নেই। বলেন , What is post ?
আমির খানঃ- Anything that is posted on Facebook is Post Sir..
টিচারঃ- Can you Please elaborate??
আমির খানঃ- স্যার , ফেইসবুকে মানুষ যা দেয় তাই পোস্ট ।
ঘুরতে গেলে ফটো দেয় , ওই টা পোস্ট স্যার ।
ম্যাচ দেখতে গেলে স্কোর দেয় ,ওইটা পোস্ট স্যার।
ক্যাটরিনার পিক থেকে রোনালদোর কিক পর্যন্ত পোস্ট স্যার ! সব কিছুই পোস্ট স্যার , এক সেকেন্ডের মধ্যে
লাইক – কমেন্ট ।
লাইক – কমেন্ট ।
লাইক – কমেন্ট।
টিচারঃ- হেই চাতুর । তুমি বল ?
চাতুরঃ- " Pictures, texts or Videos posted through Mobile or Tablet or laptop or desktop via Different Operating system using Internet on
Facebook is called a Post..
টিচারঃ- অসাধারণ !
আমির খানঃ- স্যার , আমিও তো তাই বলছিলাম ! সহজ শব্দে !
টিচারঃ- সহজ শব্দে বলতে চাইলে অন্য পেইজের এডমিন হন ।
আমির খানঃ- কিন্তু স্যার ……
টিচারঃ- Get out!
আমির খানঃ- কেন স্যার ?
টিচারঃ- সহজ শব্দে বের হয়ে যান ।
* আমির খান গিয়ে আবার ফিরে এসেছে *
টিচারঃ- কি হয়ছে ??
আমির খানঃ- কিছু ভুলে গেছি স্যার ।
টিচারঃ- কি ??
আমির খানঃ- " An Utility button given us to protect our Private data.. i.e pictures, messages or personal Information for being stolen or
Used for bad purpose byhackers or anyone else
টিচারঃ- কি বলতে চাও ??
আমির খানঃ- Log out , Log out স্যার
টিচারঃ- সহজ ভাষায় বলতে পারো না??
আমির খানঃ- একটু আগেই চেষ্টা করেছিলাম , আপনার তো পছন্দ
হয় নি।
 
বাংলায়-২১

আজ দীপুদের ক্লাসে বাংলা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। যথারীতি বাংলা স্যার ক্লাসে ঢুকে সামনের বেঞ্চ থেকে পেছনের বেঞ্চ পর্যন্ত পুরো ক্লাসে একবার চোখ বুলিয়ে নিলেন। বলা ভালো, পুরো ক্লাস রুমটা স্যার তার চোখ দিয়ে স্ক্যান করে নিলেন। এটা স্যারের প্রতিদিনের অভ্যাস। ঐ স্ক্যান করার পর স্যার বলে দিতে পারেন আজ ক্লাসে কে কে অনুপস্থিত আছে। স্ক্যান করার পর স্যারকে বেশ সন্তুষ্ট মনে হলো। স্যার চেয়ারে বসে একে একে ছাত্রদের নাম ও তাদের প্রাপ্ত নাম্বার ঘোষণা করছেন। প্রায় সবাই মোটামুটি ভালো নাম্বার পেয়ে পাশ করেছে। স্যারের সন্তুষ্টির এটাও একটা কারন হতে পারে।
এক পর্যায়ে সানি'র নাম এলো,
স্যার ঘোষণা করলেন,
"সানি, তুই পেয়েছিস একুশ..."
এটুকু বলেই স্যার সানির দিকে তাকালেন। দেখলেন, সানি হাসছে...
সানিকে হাসতে দেখে স্যার খেপে গ্যালেন। ধমক দিয়ে বললেন,
"বাংলায় মাত্র একুশ পেয়েও হাসছিস ! তোর লজ্জা করে না ? "
সানি দাঁড়িয়ে বললো, "আমি গর্ববোধ করছি, স্যার।"
এটুকু শুনেই স্যার রেগে গিয়ে বলে উঠলেন,
"ওরে গাধা... পিটিয়ে আজ তোর পিঠের ছাল তুলে নেবো...."
স্যারের কথায় সানি কিছুটা অবাক হয়েই বলে উঠলো,
"কেনো স্যার, আমাকে পেটাবেন ক্যানো ? গতোকালই তো আপনি বললেন, একুশ নিয়ে আমাদের গর্ব আর অহংকার করা উচিৎ। সেজন্যই তো আমি আমার এই একুশ মার্কস নিয়ে গর্ব আর অহংকার বোধ করছি..."
 
ফেইলের বর্ননা


গতোকাল দীপুদের পরীক্ষার ফলাফল ঘোষনা হয়েছে। অন্যান্যবারের মতো এবার আর দীপু ফলাফলের পর পরই বাবার কাছে গিয়ে তার ফলাফলের কথা জানায়নি দেখে দীপুর বাবার ব্যাপারটাতে কোনো গোল আছে বলেই মনে হলো। দীপুর বাবা তখনি দীপুকে ডেকে পাঠালো।
বাবাঃ তোর পরীক্ষার রেজাল্ট কিরে ?
দীপুঃ ওই পাশের বাড়ির ডাক্তার সাবের পোলা ফেইল করছে।
বাবাঃ তোর রেজাল্টের খবর কি ?
দীপুঃ ওই পাড়ার উকিল সাবের পোলায়ও ফেইল করছে...
বাবাঃ ওগোর কথা বাদ দে, আমি জিগাইতাছি তোর রেজাল্টের খবর কি ?
দীপুঃ ও...মা ! তুমি কি লাট সাহেব নিকি ? ডাক্তার আর উকিল সাবের পোলায় যেইহানে ফেইল মারছে আর সেইহানে তোমার পোলায় পাশ করবো নিকি ? !!
 
3 Idiots বাংলা + ফেইসবুক ভার্সন



আমির খানঃ- * হাসতেছে *
টিচারঃ- আপনি হাসছেন কেন ?
আমির খানঃ- অনেক দিন ধরে পেইজের এডমিন হতে চেয়েছিলাম । হয়ে গেছি । এখন অনেক মজা লাগতেছে।
টিচারঃ- এত মজা নেওয়ার প্রয়েজন নেই। বলেন , What is post ?
আমির খানঃ- Anything that is posted on Facebook is Post Sir..
টিচারঃ- Can you Please elaborate??
আমির খানঃ- স্যার , ফেইসবুকে মানুষ যা দেয় তাই পোস্ট ।
ঘুরতে গেলে ফটো দেয় , ওই টা পোস্ট স্যার ।
ম্যাচ দেখতে গেলে স্কোর দেয় ,ওইটা পোস্ট স্যার।
ক্যাটরিনার পিক থেকে রোনালদোর কিক পর্যন্ত পোস্ট স্যার ! সব কিছুই পোস্ট স্যার , এক সেকেন্ডের মধ্যে
লাইক – কমেন্ট ।
লাইক – কমেন্ট ।
লাইক – কমেন্ট।
টিচারঃ- হেই চাতুর । তুমি বল ?
চাতুরঃ- " Pictures, texts or Videos posted through Mobile or Tablet or laptop or desktop via Different Operating system using Internet on
Facebook is called a Post..
টিচারঃ- অসাধারণ !
আমির খানঃ- স্যার , আমিও তো তাই বলছিলাম ! সহজ শব্দে !
টিচারঃ- সহজ শব্দে বলতে চাইলে অন্য পেইজের এডমিন হন ।
আমির খানঃ- কিন্তু স্যার ……
টিচারঃ- Get out!
আমির খানঃ- কেন স্যার ?
টিচারঃ- সহজ শব্দে বের হয়ে যান ।
* আমির খান গিয়ে আবার ফিরে এসেছে *
টিচারঃ- কি হয়ছে ??
আমির খানঃ- কিছু ভুলে গেছি স্যার ।
টিচারঃ- কি ??
আমির খানঃ- " An Utility button given us to protect our Private data.. i.e pictures, messages or personal Information for being stolen or
Used for bad purpose byhackers or anyone else
টিচারঃ- কি বলতে চাও ??
আমির খানঃ- Log out , Log out স্যার
টিচারঃ- সহজ ভাষায় বলতে পারো না??
আমির খানঃ- একটু আগেই চেষ্টা করেছিলাম , আপনার তো পছন্দ
হয় নি।
Eta darun chilo.. Best
 

Users who are viewing this thread

Back
Top