পাপ কাম ভালোবাসা ২
প্রথমেই বলে রাখি ‘পাপ কাম ভালোবাসা ২' গল্পটি পিনুরামের লেখা নিষিদ্ধ গল্প ‘পাপ কাম ভালোবাসা’ থেকে অনুপ্রানিত হয়ে লেখা... গল্পের চরিত্র একই আছে... শুধু যেখানে গল্পটি শেষ হয়েছিল সেখান থেকে আমার গল্পটি শুরু হয়েছে... পিনুরামের গল্পটিতে ছিল অনেক উত্থান-পতন... কিন্তু আমার গল্পটি আপনাকে শুধুই উত্তেজিত করবে... এখানে বলে রাখা ভাল আমি কোন লেখক নই... তাই এই গল্পের বেশিরভাগ বর্ণনাই আমার ভাল লাগা বিভিন্ন গল্প থেকে নিয়ে এই গল্পের পরিপেক্ষিতে অদল বদল করা হয়েছে... তাই বলে সবই আবার সংগ্রহীত নয়... আমারও অবদান আছে এই গল্পের কাহিনীতে... গল্পটা কতদুর নিয়ে যাব তা আপনাদের উপর নির্ভর করছে... যদি ভাল লাগে জানাবেন... পোস্ট দিব... আর পরিশেষে পিনুরাম সহ তাদের সবাইকে ধন্যবাদ যাদের বিভিন্ন গল্পের বর্ণনা আমার এই গল্পে অন্তর্ভুক্ত করেছি... সবার নাম জানা নেই তাই ক্ষমা চেয়ে নিচ্ছি... কারও যদি ভাল না লাগে বা মনে হয় আগেও পড়েছি তাহলে প্লিজ আমার গল্পটি পড়া বন্ধ করে থ্রেড থেকে বের হয়ে যাবেন কিন্তু উলটাপালটা পোস্ট দিবেন না... ‘পাপ কাম ভালোবাসা’ গল্পটি যাদের পড়া নেই তারা এখানে পড়তে পারেন...
Last edited: