What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

রূপকথাকেও হার মানাবে যে ১০টি অবিশ্বাস্য সুন্দর স্থান (1 Viewer)

andy

Member
Joined
Jul 7, 2018
Threads
19
Messages
110
Credits
2,764
হ্যাঁ, এই স্থানগুলোর অস্তিত্ব আসলেই পৃথিবীর বুকে আছে এবং এদের অসাধারণ সৌন্দর্য যেন রূপকথার গল্পকেও হার মানাবে। পৃথিবীর সবচাইতে রঙিন স্থান হিসাবে অভিহিত করা হয় এই ১০টি স্থানকে। এর মাঝে কিছু আছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, আবার কিছু স্থান এতই ভয়াবহ যে আপনার প্রাণটিও কেড়ে নিতে পারে। চলুন, দেখে নিই সেই অবিশ্বাস্য সৌন্দর্যে ঘেরা ১০টি ছবি, যা কিছুক্ষণের জন্য আপনাকে নিয়ে যাবে অন্য কোন ভুবনে।
Lavender Fields, France

গ্রীষ্মকালে এই স্থানে গেলে আপনার চোখ ধাধিয়ে যেতে বাধ্য। কেননা যেদিকে তাকাবেন, দেখবেন কেবল ল্যাভেন্ডার ফুল এবং এর উজ্জ্বল বেগুনী রঙ।
Procida, Italy

ছোট্ট এই দ্বীপে ঘরবাড়িগুলো রাঙানো দারুণ উজ্জ্বল সব রঙে। ফলে ঝকঝকে নীল আকাশের পটভূমিতে দেখতে আদতেই অসাধারণ লাগে।

Caño Cristales River, Colombia
এই নদীকে "পাঁচ রঙের নদী" হিসাবেও অভিহিত করা হয়। প্রত্যেক হেমন্তে এই নদীর পানি ধারণ করে টকটকে লাল বর্ণ, যা হয়ে থাকে মূলত এক রকমের জলজ উদ্ভিদের কারণে।

Lake Retba, Senegal
হ্যাঁ, ঠিক দেখেছেন। আদতেই এই লেকের পানির রঙ গোলাপি যা হয়ে থাকে মূলত এক রকমের ব্যাকটেরিয়ার কারণে।

Tulip Fields, Holland

বসন্তে এই স্থানে অবিশ্বাস্য সৌন্দর্য যে কারো নিঃশ্বাস বন্ধ করে দেয়ার জন্য যথেষ্ট।

Great Barrier Reef, Australia

প্রকৃতির এই অসাধারণ সৃষ্টি ৪০০ প্রজাতির কোরাল, ১৫০০ প্রজাতির মাছ এবং ৫০০ প্রজাতির সামুদ্রিক শৈবালের আবাস্থল।

Luoping, China

ইস্টার্ন চায়নার এই শস্যখেতগুলোকে "সোনালি সমুদ্র" নামে অভিহিত করা হয়। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন?

Valley of Flowers National Park, India
হিমালয়ের কোল ঘেঁষে এই দর্শনীয় স্থান বাস্তবেই এতটা শ্বাসরুদ্ধকর।

Shibazakura Hill, Japan
বসন্তে মাউনট ফুজির পাদদেশ ছেয়ে যায় হাজারো ফুলে ফুলে যার সবজি উজ্জ্বল গোলাপি ও গোলাপির বিভিন্ন শেড। এবং বলাই বাহুল্য যে জন্ম নেয় এই অসাধারণ সৌন্দর্য।

Lake Natron, Tanzania

দেখতে যতই সুন্দর হোক না কেন এই লেকের পানি এতই লবনাক্ত যে কোন প্রাণীর পক্ষে এখানে জীবনধারণ অসম্ভব। এবং বহু প্রাণীর মৃত্যুর কারণ এই ভয়ংকর লেক।
 

Users who are viewing this thread

Back
Top