What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বিশ্বের সেরা ১০ গাড়ির ব্র্যান্ড (1 Viewer)

Nagar Baul

Board Senior Member
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
1,152
Messages
13,339
Credits
547,766
Pen edit
Sailboat
Profile Music
বিশ্ব জুড়ে চার চাকার বিখ্যাত সব যানগুলো ব্যবসায়িক, নকশা এবং বিভিন্ন ক্ষেত্রের বিবেচনায় সারা বছর জুড়েই আলোচনার শীর্ষে থাকে। এসব গাড়ি ও এর কোম্পানিগুলো নিয়ে আলোচনা হবে আজকের লেখায়।

টয়োটা

বহুজাতিক মোটরগাড়ি প্রস্তুতকারী কোম্পানি টয়োটা মোটর কর্পোরেশনের সদর দপ্তর জাপানের আইচি, টয়োটাতে অবস্থিত। ২০১২ সালে কোম্পানিটি বিশ্বের বৃহত্তম অটোমোবাইল প্রস্তুতকারী কোম্পানিতে পরিণত হয়। রাজস্ব আয়ের দিক দিয়ে টয়োটা বিশ্বের নবম বৃহত্তম কোম্পানি। ১৯৩৭ সালে কিয়েচিরো টয়োটা তার পিতার কোম্পানি টয়োটা ইন্ডাস্ট্রিজ থেকে আনুষঙ্গিক লাভের উদ্দেশ্যে এই মোটরগাড়ি প্রস্তুতকারী কোম্পানিটি প্রস্তুত করে। এর তিন বছর আগে, ১৯৩৪ সালে টয়োটা ইন্ডাস্ট্রিজের একটি বিভাগ তাদের প্রথম পণ্য টাইপ এ ইঞ্জিন প্রস্তুত করে। আর ১৯৩৬ সালে টয়োটা ডবল এ নামের প্রথম যাত্রীবাহী গাড়ি প্রস্তুত করে। টয়োটা মোটর কর্পোরেশনের গ্রুপ কোম্পানির মধ্যে রয়েছে- টয়োটা (স্কিওন ব্র্যান্ড সহ), লেক্সাস, দাইহাতসু এবং হিনো মোটরজ্‌। টয়োটা মোটর কর্পোরেশন হলো টয়োটা গ্রুপের একটি অংশ।

জেনারেল মোটরজ্‌ (যুক্তরাষ্ট্র)

জেনারেল মোটর কোম্পানি জিএম নামেও পরিচিত যা ২০০৯ সাল পর্যন্ত জেনারেল মোটর কর্পোরেশনের সাথে সম্পৃক্ত ছিলো। এটি একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক অটোমোটিভ কর্পোরেশন যার সদর দপ্তর মিশিগানের ডেট্রয়েটে অবস্থিত। গাড়ির একক বিক্রির হিসাব অনুসারে জেনারেল মোটরজ্‌ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি।

BSDGB_001.png


জেনারেল মোটর কোম্পানি - Source: corvettemuseum

এই কোম্পানিতে ২,০২,০০০ মানুষ কাজ করেন এবং তাদের ব্যবসায়ের প্রসার রয়েছে বিশ্বের ১৫৭টি দেশে। আর ৩১টি দেশে তারা গাড়ি ও ট্রাক প্রস্তুত করে, তা বিভিন্ন বিভাগ ও ব্রান্ডের মাধ্যমে বিক্রয় করে ও সেবা দিয়ে থাকে। জিএম এর সহযোগী সংস্থা অনস্টার গাড়ির নিরাপত্তা এবং তথ্য সম্পর্কীয় সেবা প্রদান করে থাকে।

ভোক্সওয়াগন গ্রুপ (জার্মানি)

ভোক্সওয়াগন চায়নার দ্বিতীয় বৃহত্তম বাজার, যেখানে এর সহযোগী সংস্থা ভোক্সওয়াগন গ্রুপ চায়না (ভিজিসি) ২০০৮ সালে ১০ লক্ষেরও বেশি গাড়ি বিক্রয়ের মাধ্যমে বিশ্বের বৃহত্তম যৌথ উদ্যোগের অটোমোবাইল প্রস্তুতকারী হিসেবে জায়গা করে নেয়। ভোক্সওয়াগন গ্রুপে গাড়ির ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে অডি এজি, বেন্টলি মোটরজ্‌ লিমিটেড, সিয়েট, স্কোডা অটো এবং যানবাহন প্রস্ততকারকের মধ্যে রয়েছে স্ক্যানিয়া এবি। সম্প্রতি পোর্শ, ভোক্সওয়াগন গ্রুপের সাথে সংযুক্ত হয়েছে। এছাড়াও এই কোম্পানিটি বাগুত্তি অটোমোবাইলস্‌ এসএএস এর পৃষ্ঠপোষক যা পৃথিবীর সবচাইতে দ্রুতগতির গাড়ি বাগুত্তি ভেরন প্রস্তুত করে। ১৯৩৭ সালের ২৮শে মে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে জার্মানির এই বিলাসবহুল গাড়ির কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। অ্যাডলফ হিটলার জনগণের গাড়ি তৈরি করতে চেয়েছিলেন। আদতে জার্মান ভাষায় ভোক্সওয়াগনের আক্ষরিক অর্থ জনগণের গাড়ি।
 

Users who are viewing this thread

Back
Top