What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

বিশ্বের ১০টি নয়নাভিরাম লেক (1 Viewer)

MOHAKAAL

Mega Poster
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
2,268
Messages
15,982
Credits
1,454,279
Thermometer
Billiards
Sandwich
Profile Music
French Fries
পৃথিবীতে প্রাকৃতিক জলাধার গুলোর মাঝে লেক বা হৃদও অন্যতম। চারিদিকে ভূমি দ্বারা আবদ্ধ বিশালাকার জলাধারকেই লেক বা হৃদ বলা হয়ে থাকে। আর এই বিশাল আকারের জলাধার কখনো কখনো বিশেষ গুরুত্ব বহন করে । অবদান রাখতে পারে কৃষি কাজে, রাখতে পারে মৎস্য আহরণেও অবদান। আবার স্বচ্ছ পানির যোগান দিয়েও অবদান রাখতে সক্ষম হয়। আবার এসব লেক গুলো তার সৌন্দর্যের মাধ্যমেও মনোযোগ আকর্ষণ করে থাকে ভ্রমণ পিয়াসু মানুষদের। মাঝে মাঝে লেক গুলোর বিশালতা আমাদের অবাক করে। জানতে ইচ্ছা হয় লেকগুলোর আকার, আয়তন এবং ইতিহাস। আর তাই আজকে জানব পৃথিবীর বড় বড় ১০টি লেক সম্পর্কে।

কাস্পিয়ান সাগর

আয়তন: ৩৭১০০০ বর্গকিলোমিটার

BDNL_001.jpg


কাস্পিয়ান সাগর নাম সাগর হলেও এটি আসলে একটি লেক বা হৃদ। যদিও এটি এতই বিশাল যে ভুল করে সাগর বলা যেতেই পারে! এটির আয়তন প্রায় ৩৭১০০০ বর্গকিলোমিটার যা রাশিয়া, কাজাখিস্তান, তুর্কেমিনিস্তান, আজারবাইজান এবং ইরানের কিছু অংশ জুরে অবস্থান করছে এই বিশাল আকারের হৃদটি। আর এটির দৈর্ঘ্য প্রায় ১০৩০ বর্গকিলোমিটার এবং প্রস্থ ৪৩৫ বর্গকিলোমিটার ৩৭১০০০ বর্গকিলোমিটারের সাগর রুপি বিশাল এই হৃদের পানির পরিমাণ প্রায় ৭৮২০০ কিলো-ঘনমিটার। গভীরতার দিক দিয়েও এই কম নয় যার গড় গভীরতা ২১১ মিটার বা ৬৯০ ফুট এবং সর্বোচ্চ গভীরতা ১০২৫ মিটার বা ৩৩৬০ ফুট। আর এই কাস্পিয়ান সাগর হৃদটি গভীরতার দিক থেকে পৃথিবীর ৩য় অবস্থানে রয়েছে।
 

Users who are viewing this thread

Back
Top