What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একজন স্বামী এবং স্ত্রী পরস্পর তিনটি চাহিদাকে কেন্দ্র করে একে অপরের সাথে (1 Viewer)

mahabub1

Member
Joined
Mar 4, 2018
Threads
93
Messages
103
Credits
13,877
একজন স্বামী এবং স্ত্রী পরস্পর তিনটি চাহিদাকে কেন্দ্র করে একে অপরের সাথে জড়িয়ে থাকে।
শারীরীক চাহিদা, মানসিক চাহিদা এবং আধ্যাত্মিক চাহিদা।
এর কোন একটির ঘাটতি বয়ে আনতে পারে অসন্তুষ্টি।
আর তাই বিয়ের আগ মুহূর্তে সুন্নাহ মোতাবেক পারিবারিক জীবন অতিবাহিত করার একটা রাফ প্ল্যান করে নিতে পারেন।
কিছু বিষয় হাইলাইট করে যদি সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা যায় তবে প্রতিটি ঘর হয়ে উঠবে প্রশান্তিময়।
বিয়ে পরবর্তী রোমান্স যেনো আমৃত্যু টিকে থাকে এজন্য নিম্নের সুন্নাতি বিষয়গুলোতে আসুন সকল পুরুষরা একটু চোখ বুলিয়ে নেইঃ
১) সহধর্মিণীর হৃদয়ের ভাষা বুঝুনঃ
রাসূলুল্লাহ (সাঃ) একবার আয়শাকে (রাঃ) বললেন, হে আয়শা! আমি অবশ্যই জানি কখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাক আর কখন অসন্তুষ্ট হও।
আয়শা জিজ্ঞেস করলেন, তা আপনি কিভাবে জানেন?
রাসূলুল্লাহ (সাঃ) বললেন, যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাক, তখন তুমি এরূপ বল,'মুহাম্মাদের রবের কসম, আর যখন তুমি অসন্তুষ্ট হও তখন বল, 'ইবরাহীমের রবের কসম'!
আয়শা (রাঃ) বললেন, জী হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর শপথ! (রাগের সময়) আমি কেবল আপনার নামটাই বাদ দেই।
স্পষ্টই বোঝা যাচ্ছে, আল্লাহর রাসুল (সাঃ) তার সহধর্মিণীর হৃদয়ের অনুভূতি কতোটা গভীরভাবে বুঝতেন।
আসলে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক তো এমনই হওয়া উচিত। একে অপরের সুখ-দুঃখ যতো বেশী বুঝতে পারবে ততো তাদের মাঝে প্রশান্তি বিরাজ করবে।
২) স্ত্রী দুঃখ পেলে সান্ত্বনা দেয়াঃ
আল্লাহর রাসুল (সাঃ) এর প্রিয় সহধর্মিণী সাফিয়াহ (রাঃ) ইসলাম গ্রহনের পুর্বে ইহূদী ছিলেন।
তো রাসুলুল্লাহ (সাঃ) একবার হযরত সাফিয়াহর (রাঃ) গৃহে গিয়ে দেখলেন, তিনি কাঁদছেন।
কারণ জিজ্ঞেস করলে,
তিনি বললেনঃ- আয়শা এবং যায়নাব বলেন, আমরা রাসুলুল্লাহর স্ত্রী এবং গৌরবের দিক হতে একই রক্তধারার অধিকারিণী।
সুতরাং আমরাই শ্রেষ্ঠত্বের দাবীদার।
একথা শুনে রাসুলুল্লাহ (সাঃ) বললেন, তুমি কেন বললে না যে, 'আমি আল্লাহর নবী হযরত হারুণের বংশধর ও হযরত মুসার ভ্রাতুষ্পুত্রী এবং রাসুলুল্লাহ (সাঃ) আমার স্বামী।
অতএব তোমরা কোন দিক হতে আমার চাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পার?' অতঃপর আল্লাহর রাসুল (সাঃ) তার নিজ হাত দিয়ে সাফিয়াহর (রাঃ) চোখ মুছে দিলেন।
বিয়ের পর একটি দম্পতির মাঝে অবশ্যই এই গুনটি বিরাজ করতে হবে।
আপনার বেটার হাফ সবসময় হাস্যজ্জ্বল থাকবে এমন ভাবাটা বোকামী।
এসময় একে অপরকে সান্ত্বনা দিয়ে তাদের কাছে টানতে হবে।
৩) স্ত্রীর কোলে মাথা রেখে শোয়াঃ
আল্লাহর রাসুল (সাঃ) প্রায় সময় উম্মুল মু'মিনীন খাদিজা (রাঃ) এর কোলে মাথা রাখতেন, এবং তার মৃত্যুর পর আয়শা (রাঃ) এর উরুর উপর মাথা রেখে শুতেন। যখন আয়শা (রাঃ) ঋতুবর্তী অবস্থায় উপনীত হতেন, তখন তিনি (সাঃ) তার উরুর উপর শুয়ে কোরআন তিলাওয়াত করতেন।
একজন পুরুষ তার বৈবাহিক জীবনে কতোবার এভাবে স্ত্রীর উরুতে মাথা রেখে শুয়েছেন??
একটাবার ভাবুন, মহিলাদের এই সেন্সেটিভ সময়ে আপনার একটু সুক্ষ্ম আহ্লাদ তার মনের দুঃখ নিমিষেই ভুলিয়ে দিতে পারে।
একবার মাথা রেখে দেখুনই না স্ত্রী সব উজাড় করে দিয়ে দিবে, প্রমিজ।
এক্ষেত্রে একজন স্ত্রীরও উচিত স্বামীর কাঁধে মাথা রেখে নিজের কথাগুলো শেয়ার করা।
নিশ্চিত স্বামী বেচারা পরদিন আস্ত গোলাপ বাগান নিয়ে আসতেও কুন্ঠাবোধ করবেন না।
৪) একে অপরের মাথায় হাত বুলিয়ে দিনঃ
উম্মুল মু'মিনীন আ'ইশা (রাঃ) প্রায় সময় রাসুলুল্লাহর (সাঃ) মাথার চুল আচড়ে দিতেন।
এমনকি তিনি রাসুলুল্লাহ (সাঃ) এর মাথা ধৌত করে দিতেন।
আমি তো মনে করি, স্বামী-স্ত্রী একে অপরের কাছাকাছি আসার এটাই সবচেয়ে বড় সুযোগ।
আপনি কল্পনাও করতে পারবেন না, একে অপরের মাথায় সিম্পলি হাত বুলিয়ে দেয়া বা একে অপরের চুল আচড়ে দেয়ার মাধ্যমে যে ভালোবাসার আদানপ্রদান হবে তা অবিশ্বাস্য।
৫) একই পাত্র হতে খাওয়ার অভ্যেস শুরু করুনঃ
যখন উম্মুল মু'মিনীন আংশা (রাঃ) গ্লাসে করে পানি খেতেন, আল্লাহর রাসুল (সাঃ) ঠিক প্রিয় সহধর্মিণীর ঠোট লাগা অংশে ঠোট লাগিয়ে পানি পান করতেন।
যখন আয়শা (রাঃ) গোশত খেতেন, তখন আল্লাহর রাসুল (সাঃ) আয়শা হতে গোশতটা টান দিয়ে নিয়ে নিতেন, এবং ঠিক আয়শা (রাঃ) যেদিকটায় ঠোট লাগিয়ে খেয়েছেন, একই স্থান থেকে তিনি (সাঃ) ও খাওয়া শুরু করতেন।
অফিস থেকে আসতে দেরী হোক আর যাই হোক, স্ত্রীর সাথে আজ হতে মাঝে মাঝে একই প্লেটে, একই গ্লাসে খাওয়া শুরু করুন।
(প্রতিদিন করতে বলবো না, নাহয় নেকামি ভেবে বৌ-শাশুড়ির দ্বন্দ্ব জেগে উঠতে পারে)।
এতে হৃদতা, ভালোবাসা বাড়বে।
খেতে খেতে দু'জনার হৃদয় হতে এমন ফ্রেগ্রেন্স বের হবে, আহ! শুধু সুকুন আর সুকুন।
৬) লজ্জা ফেলে মুসাহাফা করুনঃ
আল্লাহর রাসুল (সাঃ) প্রায় সময় স্ত্রীদের চুমু খেতেন।
তাদের সাথে আদর আহ্লাদ করতেন।
যখন রাসুলুল্লাহ (সাঃ) সিয়াম রাখতেন, ঠিক তখন তিনি স্ত্রীদের চুমু দিয়েছেন এমন কথাও হাদিসে পাওয়া যায়।
স্ত্রীর চোখে চোখ রাখা, তার কাজের মধ্যখান দিয়ে হুট করে চুমু দিয়ে আসা, আপনার ভালোবাসার গভীরতাকে আপনার স্ত্রীর অন্তরে পৌছুতে সাহায্য করবে।
ভালোবাসা লুকোনোর বিষয় নয়, তা প্রকাশ করার মাধ্যম ইসলাম শিখিয়েছে আমাদের।
লজ্জা ভুলে একে অপরের সম্মুখে ভালোবাসা প্রকাশ করা শুরু করুন।
একে অপরের সাথে মিলিত হন।
কাছে টানুন।
নিশ্চয়ই স্বামী স্ত্রীর পবিত্র মিলন সাদাকাহ হিসেবে আল্লাহ তা'য়লা কবুল করেন।
৭) একে অপরের মুখে হাত তুলে খাইয়ে দিনঃ
ভালোবাসা প্রদর্শনের উত্তম মাধ্যম হলো এই ক্ষুদ্র কাজটি।
নিজ হাতের উপার্জন স্ত্রীর মুখে তুলে দেয়াও সওয়াবের কাজ।
ভালোবাসার অস্তমিত সুর্যকে নতুন করে জাগিয়ে তুলতে এর তুলনা নেই।
আল্লাহর রাসুল (সাঃ) বলেন, ''…তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্যেশ্যে যা ব্যয় করবে তার উত্তম প্রতিদান পাবে।
এমনকি স্বীয় স্ত্রীর মুখে তুলে দেওয়া লোকমার বিনিময়েও।"
.
৮) স্ত্রীর হাতের কাজে সাহায্য করুনঃ
আসওয়াদ (রহঃ) বলেন, আমি আ'ইশা (রাঃ) কে জিজ্ঞেস করলাম,
রাসুলুল্লাহ (সাঃ) ঘরে কী কাজ করতেন? তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) ঘরের কাজে ব্যস্ত থাকতেন অর্থাৎ গৃহস্থালির কাজে পরিবার-পরিজনের সহযোগিতায় থাকতেন।
যখন নামাজের সময় হতো নামাজে চলে যেতেন।
স্ত্রীর ঘরের কাজে সাহায্য করা আল্লাহর রাসুল (সাঃ) এর সুন্নাহ।
নিশ্চয়ই এই সুন্নাহর ব্যাপারে পুরুষদের সজাগ দৃষ্টি দেয়া প্রয়োজন।
সারাদিন গৃহস্থালি কাজ করতে করতে স্ত্রী যখন হাপিয়ে উঠে, বন্ধের দিন গুলোতে পুরুষদের উচিত তাদের কাজে সাহায্য করা।
এতে ভালোবাসা বাড়বে বৈ কমবে না।
৯) স্ত্রীর সাথে গল্প করতে ভুলবেন নাঃ
বাসায় স্ত্রীর সাথে যে মুহূর্তগুলো কাটাবেন, ঠিক এসময়গুলো চেষ্টা করবেন প্রিয় মানুষের সাথে গল্প-গুজব করে কাটাতে। মাঝে মাঝে হাস্যরস এবং দুষ্টুমি করবেন। এতে আপনাদের মাঝে ভালোবাসা বাড়বে।
আল্লাহর রাসুল (সাঃ) প্রায় সময় তার স্ত্রীদের গল্প শোনাতেন।
আয়শা (রাঃ) কে তিনি উম্মে যারাহ এর বিখ্যাত গল্প শুনিয়ে বলেছিলেন যে, 'হে আয়শা আমি তোমাকে আবু যারাহ এর মতো ভালোবাসি, যেভাবে সে উম্মে যারাহ কে ভালোবাসতো।'
প্রতিদিন বাইরে যে কর্মব্যস্ত সময়ে কাটে তা প্রিয় সহধর্মিণীকে শেয়ার করতে পারেন, এতে আপনার উপর তার বিশ্বাস দৃঢ় হয়ে জন্মাবে।
১০) স্ত্রীকে নিয়ে তার প্রিয় জায়গায় ঘুরতে যানঃ
একবার ইথিওপিয়া থেকে কিছু লোক এসে মাসজিদ আন নববীতে তরবারি খেলা দেখাচ্ছিল।
আয়শা (রাঃ) রাসূল (সাঃ) কে বললেন তিনি খেলা দেখতে চান।
এমন অবস্থায় আমরা হলে কী বলতাম? "হ্যাঁ!! উম্মাহর এই অবস্থা আর তুমি চাও খেলা দেখতে!!
ছিহঃ! যাও যাও কুরআন পড়…তাফসীর পড়…"
অথচ রাসূল (সাঃ) আয়শাকে নিয়ে গেলেন এবং তাকে আড়াল করে সামনে দাঁড়িয়ে গেলেন।
আয়শা (রাঃ) রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে খেলা দেখতে লাগলেন।
এত দীর্ঘ সময় তিনি খেলা দেখলেন যে, রাসূলুল্লাহ (সাঃ) বারবার এক পা থেকে আরেক পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছিলেন।
তিনি আয়শা (রাঃ) কে জিজ্ঞেস করলেন যে তার দেখা শেষ হয়েছে কিনা।
আয়শা (রাঃ) বললেন তিনি আরো দেখতে চান।
কোন আপত্তি না করে রাসূল (সাঃ) সেভাবেই দাঁড়িয়ে থাকলেন।
দীর্ঘক্ষণ পর আয়শা (রাঃ) নিজেই ক্লান্ত হয়ে বললেন যথেষ্ট হয়েছে।
এরপর রাসূল (সাঃ) তাকে বাসায় নিয়ে আসলেন।
কি শ্রেষ্ঠ ভালোবাসাই না ছিলো আল্লাহর রাসুল (সাঃ) এবং তার সহধর্মিণীদের মাঝে!
আপনিও একই সুন্নাহ অনুসরন করুন, ভালোবাসায় টইটম্বুর অবস্থা হবে।
১১) স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করুনঃ
আয়শা (রাঃ) তখন হালকা গড়নের ছিলেন।
রাসূল (সাঃ) কোন এক সফর থেকে ফিরছিলেন।
সাথে ছিলেন আয়শা (রাঃ)।
তিনি সাহাবীদেরকে বললেন সামনে এগিয়ে যেতে।
তারা চোখের আড়াল হলে রাসূল (সাঃ) আয়শাকে দৌড় প্রতিযোগীতায় আহ্বান করলেন।
আয়েশা জিতে গেলেন সেইবার।
এর কয়েকবছর পর একই সিনারিও।
আবার রাসূল (সাঃ) আয়শাকে (রাঃ) দৌড় প্রতিযোগীতায় আহ্বান করলেন।
এবার রাসূল (সাঃ) জিতে গিয়ে মজা করে বললেন, "এটা আগেরটার শোধ।"
আমাদের দেশের পুরুষরা কি স্ত্রীর সাথে এমন প্রতিযোগিতা করেছে কখনো? আপনি শুরু করুন।
রাসুল (সাঃ) কে ভালোবেসে আপনি যদি একই ভাবে আপনার স্ত্রীকেও ভালোবাসতে থাকেন, এর চেয়ে উত্তম আর কিছু হতে পারে না।
১২) সহধর্মিণীকে প্রিয় নামে ডাকুনঃ
আ'ইশাকে (রাঃ) নবী (সাঃ) আদর করে ডাকতেন হুমায়রা বলে।
হুমায়রা অর্থ ''লাল বর্ণের রমনী।"
রাসুলুল্লাহ (সাঃ) এর আদর মাখা ডাক শুনে আয়শা (রাঃ) কাছে আসতেন তাকে জড়িয়ে ধরতেন, এরপর কবিতা পাঠ করে আল্লাহর রাসুলকে (সাঃ) শোনাতেন।
এমনও হয়েছে আল্লাহর রাসুল (সাঃ) একবার আয়শার (রাঃ) দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো বলেন, ''তোমার চক্ষুদ্বয় কত্ত সাদা!"
প্রিয় সহধর্মিণীকে এমন ভালো অর্থবোধক নামে ডাকতে পারেন, এতে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে।
একে অপরকে যতো বেশী কম্পলিমেন্ট দেয়া যায়, ঠিক ততো একে অপরের প্রতি শ্রদ্ধা ধরে রাখতে সুবিধে হবে।
১৩) প্রিয় মানুষের জন্য নিজেকে সাজানঃ
ইবনে আব্বাস (রাঃ) বলেন,''আমি যেমন আমার জন্য স্ত্রীর সাজগোজ কামনা করি, অনুরূপ তার জন্য আমার নিজের সাজগোজও পছন্দ করি।''
অর্থাৎ যাবতিয় সাজসজ্জা যেনো কেবল প্রিয় মানুষকে খুশি করার জন্যই করা হয়, এতে পস্পরের প্রতি আগ্রহ জন্মাবে এবং একে অপরকে আরো অধিকভাবে কাছে টানতে পারবে।
আমাদের দেশের নারীরা তো এক্ষেত্রে বলা চলে স্বামীর সামনে ছেঁড়া পুরোনো কাপড়ই পরিধান করে।
অথচ এক্ষেত্রে উচিত সবচেয়ে বেস্ট পোশাক একে অপরের জন্য পরিধান করা।
১৪) সুগন্ধী ব্যবহার করাঃ
আয়শা (রাঃ) এর কাছে যেসব সুগন্ধি থাকত, সেগুলো থেকে উত্তম সুগন্ধি হজরত আয়শা (রাঃ) রাসুলুল্লাহ (সাঃ) কে লাগিয়ে দিতেন।
সুগন্ধী আল্লাহর রাসুল (সাঃ) এর প্রিয় ছিলো।
তাই স্বামীদের উচিত তাদের স্ত্রীদের সম্মুখে সুগন্ধী ব্যবহার করা, এবং স্ত্রীদের উচিত তাদের স্বামীদের সম্মুখে নিজেকে রঙ দিয়ে সাজানো যা তাকে আকৃষ্ট করে।
১৫) বৈবাহিক সম্পর্কের গোপনীয়তা রক্ষা করাঃ
সাংসারিক সমস্যা নিয়ে অন্যদের সাথে আলোচনা না করাই শ্রেয়।
স্বামী-স্ত্রীর মাঝে উপভোগ্য বিষয়গুলো গোপন করা।
রাসুলুল্লাহ (সাঃ) বলেন, ''কিয়ামতের দিন আল্লাহর দরবারে সর্ব-নিকৃষ্ট ব্যক্তি সে, যে নিজের স্ত্রীর সাথে মিলিত হয় এবং যার সাথে তার স্ত্রী মিলিত হয়, অতঃপর সে এর গোপনীয়তা প্রকাশ করে বেড়ায়।''
তাই এব্যাপারে খুব সতর্কতার সাথে ডিল করতে হবে।
ভুলেও যেনো একে অপরের গোপনীয় কথা অন্যকে না বলা হয়।
আমাদের সমাজে অধিকাংশ বিয়ে ভেঙ্গে যায় কেবল এই বিষয়ে অবহেলার কারনে।
১৬) স্ত্রীর পরিবার এবং আত্মীয়ের খবর নেয়াঃ
নবীজি (সাঃ) মাঝে মাঝে একটা ভেড়া জবাই করে বলতেন, "এই ভেড়ার গোশত খাদিজার বান্ধবীদের জন্য পাঠিয়ে দাও।" লক্ষ করুন, নবীজি যে কেবল খাদিজার জীবিত অবস্থায় এমন করেছেন তা নয় বরং তিনি তো খাদিজা (রাঃ) মারা যাবার পরেও তার বান্ধবীদের সাথে সৌহার্দ্য বজায় রেখেছেন।
এটা তিনি করতেন খাদিজার প্রতি ভালোবাসা থেকে।
আবু বকর (রাঃ) একবার বলছিলেন, আমি তিনটি বিষয় খুব পছন্দ করি, এর মাঝে একটি হল, 'আমি মুহাম্মদের শ্বশুর…' উক্ত কথা দ্বারা এটাই প্রমান করে আল্লাহর রাসুল (সাঃ) শ্বশুর বাড়ির লোকেদের কেমম মহব্বত করতেন, এবং কতোটা আপন করে নিয়েছিলেন।
তাই স্বামীদের উচিত স্ত্রী পক্ষের আত্মীয়ের এবং পরিবারের দেখাশোনা করা, এবং স্ত্রীর উচিত স্বামীর পরিবারের এবং আত্মীয়ের দেখভাল করা।
তবেই একে অপরের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং ভালোবাসা অটুট থাকবে।
উক্ত সুন্নাতি কাজগুলো যদি বিয়ের পুর্বে একজন পুরুষ এবং নারী চোখ বুলিয়ে নিতে পারেন, তবে বিয়ের পরবর্তী মুহূর্তগুলো কাটবে চমকপ্রদ।
আমৃত্যু সুকুনের সাথে বসবাস করে যেতে পারবেন, যার শেষ গন্তব্য হবে আল-জান্নাত।
আল্লাহ আমাদের আমলগুলোকে আরো সুন্দর করে দিক, এবং আমাদের মাঝে যারা অবিবাহিত তাদের দ্রুত বিবাহ সম্পাদিত হওয়ার তাওফিক দিক।
 

Users who are viewing this thread

Back
Top