পর্ব ১
আমার মা গ্রামের মহিলা তাই গোড়া থেকেই খুব সহজ সরল ও কর্ত্তব্য পরায়না মহিলা । বিয়ের পর থেকে একা হাতেই সংসার সামলে যাচ্ছেন । আমার বাবার মা অর্থাৎ আমার ঠাকুমার খুব প্রিয় ছিলেন আমার মা । মায়ের যখন আঠারো বছর বয়স তখনই বাবার সাথে বিয়ে হয়ে যায়, ছোট ছিল বলে আমার ঠাকুমা মাকে নিজের মেয়ের মতোই...