আর্ল রবার্ট অব কান্দাহারের ভাস্কর্য, গ্লাসগো সিদ্ধান্ত হলো ফ্লাইটে না গিয়ে লন্ডন থেকে গ্লাসগো যাব ট্রেনে। কারণ একটাই, যাতে যাত্রাপথে চেটেপুটে সব সৌন্দর্য উপভোগ করতে পারি। আগে থেকেই টিকিট বুক করা ছিল। একেবারেই ট্রাভেলারদের মতো দুটো ব্যাকপ্যাক নিয়ে লন্ডন ইউস্টোন স্টেশন থেকে রাতের শেষ ট্রেনে উঠে...