খুব ঠকে যাওয়া কারো মুখ দেখে ,মজা কখনও লাগেনি।বরং কেমন যেন এক মায়া লেগেছে।অজানা মায়া...'আহারে মানুষ টা এতো আশা করল...হল না?' র মত অসহায় একটা মায়া।তাই পয়লা এপ্রিল আসে ,পয়লা এপ্রিল যায়! আমার কারো সাথে মজা করা হয় না,বোকা বানাতে ইচ্ছে করেনা,'ঠক ঠক ঠক ঠকালাম ' করে চেঁচিয়ে 'এপ্রিল ফুল' বলতে...