মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের সঙ্গে ব্রিটেনের প্রিন্স হ্যারির বিয়ে আগামী ১৯ মে। অন্যদিকে তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে জমে উঠেছে সুভ্যেনিরের দোকানগুলো। বর-কনের নাম ও বিয়ের তারিখ-সংবলিত মগ তৈরি হচ্ছে একটি কারখানায়। হ্যানলি, যুক্তরাজ্য, সাম্প্রতিক ছবি।