সালাম, মামা।
অবশেষে হাজিরা খাতার ফলাফল চলতি বছরে গড়ালো ! যদিও এটি আপাতত কেবল এক মাসের জন্যই হতে পারে। ডিসেম্বরে জানুয়ারীর হাজিরার ফলাফল ঘোষনা করা হচ্ছে। দেখতে দেখতে আবার নতুন সাল চলে আসবে। সে পর্যন্ত আরেকটি মাসের হাজিরার ফলাফল ঘোষনা করা যাবে কিনা তাতে কিছুটা সংশয় রয়েই যাচ্ছে। হয়তো তখন দেখা যাবে ২০২৪ সাল চলে এলেও আমরা পড়ে থাকবো ২০২৩ সালের হাজিরার ফলাফল নিয়েই। তবুও আশা নিয়ে এগিয়ে যাবো সামনের দিকে। হয়তো একদিন মাসের হাজিরার ফলাফল মাসেই প্রকাশ করা সম্ভব হবে।
আজ সারাদিন ধরেই বৃস্টি ঝরছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো আমার মতো অনেকেরই ফ্যান চালাতে হয় প্রায় ফুল স্পীডে। এই বৃস্টিতে যদি ডিসেম্বরকে শীতের ডিসেম্বরের আদলে দেখতে পাওয়া যায় সেটাই আশা। আমার মতো যাদের শীতকালটা প্রিয়, তাদের জন্য এই বৃস্টিটা বেশ আশার সঞ্চার করবে তাতে কোনো সন্দেহ নেই। শীতে কারো কারো বেশ সমস্যা হলেও শীতটাকে ভিন্নভবে উপভোগ করার প্ল্যান এখনি অনেকে করে যে ফেলবেন তাতে কোনো সন্দেহ নেই।
প্রতি বছরের ন্যায় এই বছরেও বছরের শেষ দিকে শীতকালীন মিলন মেলার ব্যাপারে অনেকের মাঝেই আগ্রহ দেখা গেলেও অতি আগ্রহ কারো কাছ থেকে দেখছি না। এতে কিছুটা দমে গেলেও আমি হতাশ নই। রাজনৈতিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে হয়তো দিন-তারিখ নির্দ্ধারন করতে কিছুটা সমস্যা হবে, তবে আমি আশাবাদী দিন শেষে একটা গেট টুগেদার করার মতো সুযোগ আমরা পেয়েই যাবো। সময় মতো সে ব্যাপারে যথাযথ বিভাগে আলোচনা হবে আর সবাই তাতে অংশগ্রহণ করবেন সে প্রত্যাশা করছি।
চলুন, এবার দেখে নেয়া যাক এবছরের শুরুর মাসে হাজিরা খাতায় কার কি অবস্থান ছিলো...
অবশেষে হাজিরা খাতার ফলাফল চলতি বছরে গড়ালো ! যদিও এটি আপাতত কেবল এক মাসের জন্যই হতে পারে। ডিসেম্বরে জানুয়ারীর হাজিরার ফলাফল ঘোষনা করা হচ্ছে। দেখতে দেখতে আবার নতুন সাল চলে আসবে। সে পর্যন্ত আরেকটি মাসের হাজিরার ফলাফল ঘোষনা করা যাবে কিনা তাতে কিছুটা সংশয় রয়েই যাচ্ছে। হয়তো তখন দেখা যাবে ২০২৪ সাল চলে এলেও আমরা পড়ে থাকবো ২০২৩ সালের হাজিরার ফলাফল নিয়েই। তবুও আশা নিয়ে এগিয়ে যাবো সামনের দিকে। হয়তো একদিন মাসের হাজিরার ফলাফল মাসেই প্রকাশ করা সম্ভব হবে।
আজ সারাদিন ধরেই বৃস্টি ঝরছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো আমার মতো অনেকেরই ফ্যান চালাতে হয় প্রায় ফুল স্পীডে। এই বৃস্টিতে যদি ডিসেম্বরকে শীতের ডিসেম্বরের আদলে দেখতে পাওয়া যায় সেটাই আশা। আমার মতো যাদের শীতকালটা প্রিয়, তাদের জন্য এই বৃস্টিটা বেশ আশার সঞ্চার করবে তাতে কোনো সন্দেহ নেই। শীতে কারো কারো বেশ সমস্যা হলেও শীতটাকে ভিন্নভবে উপভোগ করার প্ল্যান এখনি অনেকে করে যে ফেলবেন তাতে কোনো সন্দেহ নেই।
প্রতি বছরের ন্যায় এই বছরেও বছরের শেষ দিকে শীতকালীন মিলন মেলার ব্যাপারে অনেকের মাঝেই আগ্রহ দেখা গেলেও অতি আগ্রহ কারো কাছ থেকে দেখছি না। এতে কিছুটা দমে গেলেও আমি হতাশ নই। রাজনৈতিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে হয়তো দিন-তারিখ নির্দ্ধারন করতে কিছুটা সমস্যা হবে, তবে আমি আশাবাদী দিন শেষে একটা গেট টুগেদার করার মতো সুযোগ আমরা পেয়েই যাবো। সময় মতো সে ব্যাপারে যথাযথ বিভাগে আলোচনা হবে আর সবাই তাতে অংশগ্রহণ করবেন সে প্রত্যাশা করছি।
চলুন, এবার দেখে নেয়া যাক এবছরের শুরুর মাসে হাজিরা খাতায় কার কি অবস্থান ছিলো...